মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

গুঙ্গিয়াজুরি হাওরের ২ হাজার হেক্টর জমি সেচ প্রকল্পের আওতায় আনতে এমপি আবু জাহিরে কাছে দাবী

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ৩৪৪ বা পড়া হয়েছে
SAMSUNG CSC

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার গুঙ্গিয়াজুরি হাওরের ২ হাজার হেক্টর জমিতে পানির সেচের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শত-শত কৃষকরা। সেচ প্রকল্পের আওতায় এনে জমিতে পানির সেচের সুবিধা করে দিতে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরে কাছে জোর দাবী জানান কৃষকরা। গতকাল শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার শরীফপুর, হামিদপুর, সুলতানশী, হাতিরথান, চানপুর, তারাপাশা, কাজীহাটা, ধনিয়াখালী ও যমুনাবাদসহ ২০ গ্রামের কৃষকরা হাওরে তাদের কৃষি জমিতে পানি সেচের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত করে।
শহরের টাউন হল রোড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে কৃষকরা বলেন, গুঙ্গিয়াজুরি হাওরে পানি সেচের অভাবে ২ হাজার হেক্টর জমি চাষাবাদ করতে অনুপযোগী হয়ে পড়েছে। হাওরের ১শ একর জমির ধান পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে, গুঙ্গিয়াজুরি হাওরের আওতাধীন “কালাকের মাঠ সেচ প্রকল্প” নামে একটি সেচ প্রকল্প বি.আর.ডি.সি’র মাধ্যমে অনুমতি পায়। কিন্তু ওই উপজেলার নোয়াবাদ এলাকার কিছু সংখ্যক লোক তা বাস্তবায়ন করতে বাধা দেয়। ফলে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছেনা। কৃষকরা তাদের জমি গুলো সেচ প্রকল্পের আওতায় আনতে এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের কাছে জোর দাবী জানান।
পরে শত-শত কৃষকরা মানববন্ধন সহকারে এমপি আব জাহিরের সাথে সাক্ষাত করলে তিনি বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন এবং ইতিমধ্যে বিষয়টি সমাধানের জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক ও সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবালসহ কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন বলে জানান। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, লস্করপুর ইউপি চেয়ারম্যান আমজাদ আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল, আব্দুল মন্নাফ সর্দার, স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ার আলী, মুরুব্বী ইনছাব আলী, এডঃ মঈনুল হাসান দুলাল, মেম্বার মাহমুদ হাসান, সাবেক মেম্বার আজগর আলী, জহুর আলী মেম্বার, হাজী ফুল মিয়া, গেদা মিয়া, সাবেক মেম্বার আইয়ূব আলী, আব্দুল মতিন, তাজুল মেম্বার, কাজল মহরী, মোঃ নবীব, সাদেক মিয়া, আলফু মিয়া, কাছুম আলী, আরজত আলী, ফুয়াদ রাসেল, জাহিদ হাসান, আব্দুল আছির, ইদ্রিছ মিয়া, মিজানুর রহমান ঝিনুক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com