মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

মুক্তির পর জেল গেইটে এনামুল হক সেলিম \ বিএনপিকে কোন অপশক্তি দাবিয়ে রাখতে পারবে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল এনামুল হক সেলিম কারাগার থেকে মুক্তি লাভের পর জেল গেইটের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মামলা বা হামলার ভয় দেখিয়ে বিএনপিকে কোন অপশক্তি দাবিয়ে রাখতে পারবে না। এ দেশের মানুষ যখনই নিরপেক্ষ ভোট দেয়ার অধিকার পাবে, তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীর্ষ প্রতীককে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবে। আর এর বাস্তব প্রমান হবিগঞ্জ পৌর নির্বাচন। তিনি বলেন, জবর দখলের দিন শেষ, সোচ্ছার হচ্ছে বাংলাদেশ।
স¤প্রতি গভীর রাতে হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিমকে শহরের সিনেমাহল এলাকার তার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। পরে গত ২৭ ডিসেম্বর জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন মঞ্জুর করে। কিন্তু অপর একটি মামলায় এনামুল হক সেলিমকে শ্যোন এরেস্ট দেখায় কারা কর্তৃপক্ষ। যে কারণে জামিন পেয়ে কারামুক্ত হতে পারেন নি সেলিম।
1451919416944 copyগতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে তার জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে এনামুল হক সেলিমের জামিন মঞ্জুর করেন। একই দিন দীর্ঘ দিন কারাগারে থাকা হবিগঞ্জ জেলা যুবদল নেতা হেলাল আহমেদ টিপুকে জামিন দেন আদালত।
এ খবর নেতাকর্মীদের মাঝে পৌছলে এনামুল হক সেলিম ও মহিবুর আহমেদ টিপুকে অভিবাদন জানাতে ৩ শতাধিক মোটর সাইকেল নিয়ে জেল গেইটে যান নেতাকর্মীরা। পরে কারামুক্ত এনামুল হক সেলিমকে নিয়ে মোটর সাইকেল শুভাযাত্রাসহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম ইসলাম তরফদার তনু, অর্থ সম্পাদক হাজী এনামুল হক, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আমিনুল ইসলাম বাবুল, সৈয়দ মুশফিক আহমেদ, মহসিন শিকদার, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক তুহিন খান, কুতুব উদ্দিন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম মতিন, জেলা ওলামা দলের সভাপতি ক্বারী কবির হোসেন, জেলা বিএনপির সদস্য তোফায়েল ইসলাম কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক এম এ মন্নান, ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, পৌর কাউন্সির সাইদুর রহমান, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদল আহŸায়ক শিহাব আহমদ চৌধুরী, লাখাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক মশিউর রহমান সাচ্চু, যুগ্ম আহŸায়ক সামছুউদ্দিন, মাধবপুর উজেলা স্বেছাসেবকদল আহŸায়ক এস এম সুহেল, জেলা যুবদল নেতা এস এম মানিক, পৌর যুবদল সভাপতি সফিকুর রহমান সেতু, সাধারণ সম্পাদক মুর্শেদ আলম সাজন, জেলা ছাত্রদল নেতা এমদাদুল হক ইমরান, বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহŸায়ক রুবেল আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহŸায়ক জিল­ুর রহমান সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল,  তাতীদল, তরুণ প্রজন্ম দল ও মটর চালক দলের নেতৃবৃন্দ।
আদালতে এনামুল হক সেলিম ও টিপুর পক্ষে শুনানী করেন এডঃ ফাতেমা ইয়াসমিন, এডঃ আব্দুল হাই, এডঃ রহমত এলাহী, এডঃ আবুল ফজল, এডঃ কামরুল হাসান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com