শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫
  • ৬৯৭ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে \ ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শান্তিপূর্ণ ভাবেনবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ৫ হাজার ৬২১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৭৭৩ ভোট। গতকাল বুধবার নবীগঞ্জ পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট যুদ্ধ। সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে থাকেন। প্রথমে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘœ করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর। তবে শ্বাশুরীর ভোট জাল করে দিতে গিয়ে কেন্দ্রে আটক হন হেলেনা বেগম নামের এক গৃহবধূ। পরে তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজেস্ট্রিট।
নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম রানা পেয়েছেন ২ হাজার ৯ শত ৭৫ ভোট। জাপার মনোনীত প্রার্থী মাহমুদ চৌধুরী ৮৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল জোবায়ের চৌধুরী পেয়েছেন ৩৫ ভোট।
নির্বাচনে কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১নং ওয়ার্ডে জাকির হোসেন (উটপাখি), ২নং ওয়ার্ডে সুন্দর আলী (উট পাখি), ৩নং ওয়ার্ডে আব্দুস সালাম (উট পাখি), ৪নং ওয়ার্ডে প্রানেশ দেব (টেবিল ল্যাম্প), ৫নং ওয়ার্ডে এটিএম সালাম (টেবিল ল্যাম্প), ৬নং ওয়ার্ডে জাহেদ চৌধুরী (উট পাখি), ৭নং ওয়ার্ডে কবির মিয়া (উট পাখি), ৮নং ওয়ার্ডে বাবুল দাশ (টেবিল ল্যাম্প), ৯নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দিন (টেবিল ল্যাম্প)।
সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন- ১, ২, ৩ নং ওয়ার্ডে ফারজানা আক্তার পারুল (কাচি), ৪, ৫, ৬ নং ওয়ার্ডে রোকেয়া বেগম (ব্যানিটি ভ্যাগ), ৭, ৮, ৯ নং ওয়ার্ডে সৈয়দা নাসিমা বেগম (কাচি)। আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার বেলায়েত হোসেন।
৯টি ওয়ার্ড নিয়ে ১৯৯৭ সালে গঠিত এই পৌরসভায় ১৬ হাজার ১৯৫ জন ভোটারের মধ্যে এবার ১০টি কেন্দ্রে ১২ হাজার ৭০১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নবীগঞ্জ পৌরসভার ১০টি কেন্দ্রকেই ঝুকিপূর্ণ চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন। তাই প্রতিটি প্রতিটি কেন্দ্রে নিরাপত্তায় ৮ জন করে পুলিশ ও প্রতি ৩টি কেন্দ্রে ১টি করে মোবাইল টিম, র‌্যাবের ১টিম, ২টি টিম আনসার ভিডিপি ও বিজিবি মোতায়েন ছিল। এছাড়াও নির্বাহী ম্যাজেষ্ট্রিট ও জুটিশিয়াল ম্যাজিস্ট্রিট সকল কেন্দ্র পরিদর্শন করেছেন।
এদিকে ওয়ার্ড ওয়ারী মেয়র প্রার্থীদের প্রাপ্ত ভোট নিম্নে প্রদান করা হলো- ১নং ওয়ার্ডে- ছাবির আহমদ ৮১১ ভোট, তোফাজ্জল ইসলাম ৩১০ ভোট, জাহাঙ্গীর রানা ১২৪ ভোট, মাহমুদ চৌধুরী ১৫ ভোট, জোবায়ের ১০ ভোট। ২নং ওয়ার্ডে ছাবির আহমদ ৫২৯ ভোট, তোফাজ্জল ইসলাম ২৬১ ভোট, জাহাঙ্গীর রানা ৫১৩ ভোট, মাহমুদ চৌধুরী ১২ ভোট, জোবায়ের ২ ভোট, ৩নং ওয়ার্ডে ছাবির আহমদ ৪৫৮ ভোট, তোফাজ্জল ইসলাম ৪২০ ভোট, জাহাঙ্গীর রানা ৪৩৫ ভোট, মাহমুদ চৌধুরী ২০ ভোট, জোবায়ের ৭ ভোট। ৪নং ওয়ার্ডে ছাবির আহমদ ৫৯৭ ভোট, তোফাজ্জল ইসলাম ৭০৩ ভোট, জাহাঙ্গীর রানা ৩২১ ভোট, মাহমুদ চৌধুরী ০৭ ভোট, জোবায়ের ৪ ভোট। ৫নং ওয়ার্ডে ছাবির আহমদ ২০৫ ভোট, তোফাজ্জল ইসলাম ৪৩ ভোট, জাহাঙ্গীর রানা ১০৭১ ভোট, মাহমুদ চৌধুরী ০৪ ভোট, জোবায়ের ০০ ভোট। ৬নং ওয়ার্ডে ছাবির আহমদ ৮৬৮ ভোট, তোফাজ্জল ইসলাম ৪২৩ ভোট, জাহাঙ্গীর রানা ২১ ভোট, মাহমুদ চৌধুরী ০৮ ভোট, জোবায়ের ০২ ভোট। ৭নং ওয়ার্ডে ছাবির আহমদ ৭০৬ ভোট, তোফাজ্জল ইসলাম ৩৬৫ ভোট, জাহাঙ্গীর রানা ৩৫৮ ভোট, মাহমুদ চৌধুরী ০৮ ভোট, জোবায়ের ০৮ ভোট। ৮নং ওয়ার্ডে ছাবির আহমদ ৫৭৬ ভোট, তোফাজ্জল ইসলাম ৭৪৮ ভোট, জাহাঙ্গীর রানা ৬৯ ভোট, মাহমুদ চৌধুরী ০৩ ভোট, জোবায়ের ০২ ভোট।
৯নং ওয়ার্ডে (জয়নগর)- ছাবির আহমদ ২৩৬ ভোট, তোফাজ্জল ইসলাম ১৮৮ ভোট, জাহাঙ্গীর রানা ৩৪ ভোট, মাহমুদ চৌধুরী ০৫ ভোট, জোবায়ের ০১ ভোট।
৯ নং ওয়ার্ডে (তিমিরিপুর)- ছাবির আহমদ ৬৩৫ ভোট, তোফাজ্জল ইসলাম ৩১৫ ভোট, জাহাঙ্গীর রানা ২৯ ভোট, মাহমুদ চৌধুরী ০৭ ভোট, জোবায়ের ০৩ ভোট।
এছাড়া নির্বাচন চলাকালে শ্বাশুড়ীর ভোট জাল করে দিতে গিয়ে কেন্দ্রে আটক হন হেলেনা বেগম নামের এক গৃহবধূ। তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজেস্ট্রিট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com