বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জ অবাধ সুষ্ট নির্বাচন হবে বলে আমি আশাবাদী-জেলা প্রশাসক

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫
  • ৪৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জে পৌরসভা নির্বাচন আচরন বিধিমালা ২০১৫ প্রতিপালন ও আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল বিকেলে উপজেলা পরিষদের মিলনাতনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর নির্বাচনের সকল মেয়র, সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা অংশগ্রহন করেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও নবীগঞ্জ পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, এডিএম মোঃ এমরান হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল­াহ, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন। মত-বিনিময় সভার সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু ছাইম।
নির্বাচন আচরন বিধিমালা প্রতিপালন ও আইন শৃংখলার বিষয়ে বক্তব্য রাখেন- আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বিএনপির ছাবির আহমদ চৌধুরী, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম রানা, জাপা মাহমুদ চৌধুরী, স্বতন্ত্র জোবায়ের চৌধুরী। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- যুবরাজ গোপ, শাহ রিজভী আহমদ খালেদ, আব্দুস সালাম, শাহনুর আলম ছানু। এ সময় বিএনপির প্রার্থী ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে টাকা বিতরনের অভিযোগ তুলে ধরেন দুই প্রার্থী। সকল প্রার্থীর বক্তব্য শুনে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক সাবিনা আলম বলেন- আমি আশাবাদী নবীগঞ্জ পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ট নির্বাচন হবে। তিনি বলেন- কোন প্রার্থীর যদি কোন অভিযোগ থাকে তা সাথে সাথে জানাতে হবে। এবং যদি কোন প্রার্থী নির্বাচনী বিধি লংঘন করে তাহলে নির্বাচন বিধির ধারা অনুযায়ী প্রশাসন আইনানুক ব্যবস্থা গ্রহন করবে। পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরক্ষেপ নির্বাচনের লক্ষে র‌্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েনের কথাও বলেন তিনি। টাকা বিতরনের অভিযোগ প্রসঙ্গে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জয়দেব কুমার বলেন- কে কখন কোথায় টাকা বিতরন করছে তা প্রশাসনের একা মনিটরিং করা সম্ভবনা। প্রার্থীদেরও তাদের সমর্থকদের নজর রাখতে হবে অন্য প্রার্থীরা কি কোথাও টাকা বিতরন করছে কিনা, যদি করে সাথে সাথে জানাতে হবে।
তিনি বলেন- পৌরসভা নির্বাচনের জন্য মোবাইল কোর্ট রয়েছে যদি কোন প্রার্থীর বিরুদ্ধে টাকা বিতরন বা অন্যান্য কোন অভিযোগের খবর দেয় তাহলে সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন- নির্বাচনে প্রতিটি কেন্দ্রতে ৬জন পুলিশ ও ২টিম আনসার বাহিনীর টিম থাকবে। ১০টি কেন্দ্রে ১০টি মোবাইল কোর্ট টিম থাকবে। এবং ১০ সদস্যের স্টাইক টিম, ১টি র‌্যাব টিম, বিজিবি টিম থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com