রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৬:২১ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি \ গতকাল রবিবার বিকেলে সাবেক ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক আমিনুর রশীদ এমরান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসার শফিউল আলমের নিকট মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাহার শেষে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সমবেত পৌরবাসী বিপুল সংখ্যক নেতাকর্মীর উদ্দেশ্যে এমরান বলেন, জনগণের অফুরন্ত ভালবাসা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আস্থা ও বিশ্বাস হৃদয় দিয়ে অনুধাবন করেছি। জনপ্রতিনিধি না হলে এই জনপদের মানুষ আমাকে যে সাহায্য, সহযোগিতা ও অকৃত্রিম সমর্থন যুগিয়েছেন তা আমার জীবনে এক অবিস্বরণীয় ঘটনা হয়ে থাকবে। প্রতিটি এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময়কালে পৌরবাসীর অকুন্ঠ সমর্থনের যে পরিমাপ স্বচোখে দেখেছি তা আমার বিজয়ী হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছিল। কিন্তু আমার প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেশ নির্দেশনা ও আদেশকে অগ্রাহ্য করতে পারিনি। দল ও নেত্রীর প্রতি বিশ্বস্থতার স্বাক্ষর করলাম মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে। আমি বিশ্বাস করি মনোনয়ন প্রত্যাহারে পৌরবাসী দুঃখ পেলেও আমাকে ক্ষমা করবেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি এম জি মোহিত, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোতাকাব্বির খান আক্কাছ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সদস্য মহিবুল ইসলাম শাহিন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ, আব্দুল ওয়াহেদ আঞ্জব, এডঃ আফজাল হোসেন, আজম উদ্দিন, তুষার চৌধুরী, মোকিম চৌধুরী, হেলাল উদ্দিন, এস এম সোহাগ, এস এম আব্দুল আওয়াল, কামাল শিকদার, ক্রীড়া সংগঠক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, এডঃ মোহাম্মদ ইলিয়াস, এডঃ ফারুক আহম্মেদ, সফিকুল ইসলাম, মাসুক মিয়া, সৈয়দ আজহারুল হক বাকু, আলমপনা চৌধুরী মাসুদ, জুনাব আলী, হারুনুর রশীদ হারুন, মীর দুলাল, এডঃ মাহফুজুর রহমান খোকন, ইকবাল হোসেন, তাজুল ইসলাম, গোলাপ মিয়া, পাপন দত্ত চৌধুরী, আবিদুর রহমান বুলবুল, সাইফুল ইসলাম রকি, সাইফুল ইসলাম রাজ, শেখ ফেরদৌস আহমেদ, রাসেল মোলা, আল-আমিন, আতাউর রহমান রাজু, শাহ-আলম হোসাইন, তাজুল ইসলাম, জামিউর রহমান জামু, সাইফুল আলম রিপন, শাফী চৌধুরী, ফয়েজ আহমেদ, আব্দুল আউয়াল, মোঃ বদরুজ্জামান, তাহির মিয়া, এবাদ খান, আরিফুল ইসলাম, মুহিদুল ইসলাম, এ কে স্বপন, মিজানুর রহমান সোহেল, রাশেদুল ইসলাম রকি, রেজাউল ইসলাম রুয়েল প্রমুখ।