বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কাকাইলছেও বছিরা নদীর মাছ লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ৩৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ কাকাইলছেও বছিরা নদীর ইজারা স্থগিত হওয়া সত্তে¡ও এলাকার একটি চক্র গত ৩ দিন যাবৎ লাখ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যাচ্ছে। এতে সরকার হাজার হাজার টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়ের আনন্দপুর ও কাকাইলছেও গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত বছিরা নদী। এর দৈর্ঘ্য অনুমানিক প্রায় ১৫কিঃমিঃ। ৮/১০ বছর পূর্বে উক্ত নদীর কোন অংশই ইজারা দেয়া হত না। স¤প্রতি একটি প্রভাবশালী চক্র সংশ্লিষ্ট প্রশাসনকে বশ করে ইজারা নেয়া শুরু করে। এ কারণে উভয় তীরে বসবাসকারী সাধারণ জনগন নদীর পানি ব্যবহারের ক্ষেত্রে বিধি নিষেধ আসে। প্রশাসনের নিকট থেকে প্রায় ৭ একর জায়গা ইজারা নিলেও বাস্তবে অনুমানিক প্রায় ২কিঃমিঃ জায়গা বেদখল করে কার্যক্রম চালাতে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর উপজেলা প্রশাসন থেকে ইজারা আনেন এলাকার আনন্দপুর গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান। যার পরিমাণ ছিল ৬ দশমিক ৫৯ একর। এর পরিপ্রেক্ষিতে এলাকার রসুলপুর গ্রামের বাসিন্দা উছমান আলীর পুত্র হাবিবুর রহমান বাদী হয়ে জেলা প্রশাসক হবিগঞ্জ গং কে বিবাদি করে প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেন বিভাগীয় কমিশনারের আদালতে।
অভিযোগে উলে­খ করা হয়, বছিরা নদীর ৫ দশমিক ৫৯ একর জায়গা ইজারা নেয়া হলেও ভোগদখল করা হচ্ছে অনেক জায়গা বেদখল করে। এতে সরকার হাজার হাজার টাকা রাজস্ব হারাচ্ছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ নভেম্বর রাজস্ব মিস আপীল নং ক-৩৩/২০১৫ ও ১০৪৭ (৭) নং স্মারক মূলে বছিরা নদী ও ডাকু বিলের ইজারা কার্যক্রম স্থগিত করেন অতিরিক্ত কমিশনার (সার্বিক) সিলেট। কিন্তু উক্ত আদেশের তোয়াক্কা না করে, আইনকে উপেক্ষা করে নদীতে একের পর এক বাঁধ নির্মান করে পাওয়ার পাম্প মেশিন লাগিয়ে পানি সেচ করে গত তিনদিন যাবৎ কয়েক লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে ওই প্রভাবশালী মহল। গত শুক্র, শনি ও রবিবারও দিনভর মেশিন চালিয়ে পানি নিষ্কাশন করে মাছ লুট করে প্রভাবশালী চক্রটি। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com