বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে জনতার সংলাপ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, জনবান্ধব সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত আয়ের দেশে হিসেবে গড়তে হলে সমাজের কোনো প্রতিবন্ধিকে বাদ দিয়ে সম্ভব নয়। প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার নিশ্চিতকরণে জনতার সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথাগুলো বলেন। গত রবিবার সকাল ১০টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে ডিএফআইডি’র সহযোগিতায়, গণসাক্ষরতা অভিযান ও এসেড হবিগঞ্জ এ সংলাপের আয়োজন করে। এসেড হবিগঞ্জ এর সভাপতি এ্যাডভোকেট মোঃ ইলিয়াস মিয়া এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি আরও বলেন, প্রতিবন্ধিরা কারো বোঝা নয়। তাদেরকে সঠিক পরিচর্চার মাধ্যমে সুন্দর, স্বাভাবিক ও আলোকিত জীবনে নিয়ে আসা সম্ভব। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুয়েব হোসেন চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাফ্ফর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। প্রতিপাদ্য বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিবন্ধী বিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিডি’র নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান। স্বাগত বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। সংলাপের উদ্দেশ্য বর্ণনা করেন গুসারতা অভিযানের কার্যক্রম কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ প্রিন্স। বাস্তব অভিজ্ঞতা বিনিময় ও প্রতিবন্ধীত্ব দূরীকরণে বিভিন্ন উদ্যোগের বর্ণনা করেন সরকার কর্তৃক স্বীকৃত সাদা মনের মানুষ জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গস্খীণ ডিজ্যাবল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রজব আলী খান নজীব। অন্যান্যের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও বাস্তব পদক্ষেপ গ্রহণের সুপারিশমূলক বক্তব্য রাখেন- হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্য ফারুক উদ্দিন চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, দৈনিক আজকের হবিগঞ্জের স্টাফ রিপোর্টার রহমত আলী, ইউপি সদস্য মোঃ মোসলেহ উদ্দিন, এডঃ রমিজ আলী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি সদস্যবৃন্দ, প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকবৃন্দ। সংলাপে সবার সচেতনতার মাধ্যমে প্রতিবন্ধীদের লেখাপড়া ও পর্যায়ক্রমে শতভাগ প্রতিবন্ধীকে ভাতা প্রদান ও সামগ্রীক ভরণপোষণে সরকারকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com