বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

সৎকার চুল্লী নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে-এমপি আবু জাহির ॥ পৌর মহা শ্মশানঘাটে আরো উন্নয়ন করা হবে

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে যে কাজ বাস্তবায়ন করছে, অতীতের কোন সরকার তা করেনি। হবিগঞ্জ পৌর মহা শ্মশানঘাটে চুল্লী নির্মান কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। তিনি বলেন আংশিক বরাদ্দ দিয়ে হবিগঞ্জ পৌর মহা শ্মশানঘাটে চুল্লী নির্মাণের কাজ শুরু হয়েছে। শীঘ্রই এ শ্মশানঘাট উন্নয়নের জন্য আরো উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন আওয়ামীলীগ বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার- তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাট, ঈদগাহে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। গতকাল শনিবার পৌর মহা শ্মশানঘাটে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌর নির্বাচনের সাম্ভাব্য মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, মোঃ মিজানুর রহমান ও এডঃ নিলাদ্রী শেখর টিটু, পৌর মহা শ্মশানঘাটের উপদেষ্টা এডঃ অহিন্দ্র কুমার দত্ত, অজিত কুমার পাল, ডাঃ অসিত রঞ্জন দাস ও ফনী ভুষন দাস, জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, পৌর মহা শ্মশানঘাটের সাধারন সম্পাদক পিনাকী চৌধুরী ও যুগ্ম সম্পাদক সুজিত বনিক। আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, আব্দুল আউয়াল মজনু, মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ দাস। বক্তারা জাতীয় সংসদের প্যানেল স্পীকারের দায়িত্ব পাওয়ায় এডঃ মোঃ আবু জাহিরকে অভিনন্দন জানান। সভার পর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে সৎকার চুল্লী নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হবিগঞ্জ পৌরসভা প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এ নির্মান কাজ বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com