বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জের প্রিয়মুখ মিন্টু রায়ের পরলোক গমন ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ৪৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের সকলের প্রিয়মুখ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম স্থানীয় সংগঠক মিহির কুমার রায় মিন্টু আর নেই। গত সোমবার দিবাগত রাত ১২.৪৫ মিনিটে নবীগঞ্জ শহরের শান্তিপাড়া নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত ১৬ অক্টোবর থেকে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ পুত্র, ১ কন্যা, পুত্রবধু নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবর শোনে নবীগঞ্জের সকল শ্রেনীপেশার মানুষের মাঝে যেন শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য বাসায় ও পৌর এলাকার জয়নগরস্থ শশ্মানঘাটে বিভিন্ন শ্রেনীপেশা ও রাজনৈতিক দলের দলের নেতৃবৃন্দ ভীড় জমান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় শশ্মানঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা পুজা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সহ-সভাপতি অশোক তরু দাস, সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারণ সম্পাদক নারায়ন রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল রবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, ডাঃ সুকেল চন্দ্র দাশ, হরেকৃষ্ণ চক্রবর্তী, উপজেলা ছাত্রদলের প্রতিষ্টাতা সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কালীপদ ভট্টাচার্য্য, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহনুর আলম ছানু, সাধারন সম্পাদক বিকাল চন্দ্র রায়, পৌর কাউন্সিলর সন্তোষ দাশ, সাবেক পৌর প্যানেল মেয়র বাবুল দাশ, উপজেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক রশময় শীল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান ধর, শিক্ষক প্রজেশ রায় নিতন, সাবে বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, উপজেলা পুজা কমিটির সাবেক সদস্য সচিব রঙ্গ লাল রায়, সাবেক  অর্থ সম্পাদক মৃদুল কান্তি রায়, নির্বাহী সদস্য পবিত্র বনিক, উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক চন্দ্র দাশ, সাবেক সভাপতি নিতেশ রায়, উপজেলা রামকৃষ্ণ সেবাসংঘের সাবেক সাধারন সম্পাদক ডাঃ ননী গোপাল নাথ, উৎপল চৌধুরী পান্না, সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদ রেনু, বিজয় রায়, প্রভাষক অসীম কুমার রায়, আব্দুল আলীম, শিক্ষক আলী আমজাদ মিলন, অব শিক্ষক সুশীতল রায়, সাবেক শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ দাশ, কৃপাসিন্ধু নাথ, হিমাংশু দেব, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, শ্যামল দত্ত, মনি শংকর সরকার, সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, প্রভাষক জন্টু চন্দ্র রায়, ডাঃ অমলেন্দু সুত্রধর, প্রভাষক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খাঁন, জাহেদ চৌধুরী, এলেমান আহমদ চৌধুরী, পিন্টু রায়, আশফাকুজ্জামান চৌধুরী, সরাজ মিয়া, রাজীব কুমার রায়, সমীরন রায়, কামরুজ্জামান চৌধুরী, রিপ্রেজেনটিভ টিটু দেবনাথ, পার্থ পাল, তণয় কান্তি ঘোষ অঞ্জন, সজল চক্রবর্তী, গৌরমনি সরকার, সুজিত পাল, গুরুপদ দাশ ময়না, কাঞ্চন বনিক, দিপংকর ভট্টাচার্য্য দেবুলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
উল্লেখ্য, প্রয়াত মিহির কুমার রায় মিন্টু জৈষ্ট্য পুত্র মিল্টন রায় ব্র্যাক শিক্ষা প্রোগ্রামের উর্ধ্বতন কর্মকর্তা পদে কর্মরত মধ্যম পুত্র মনোজ কুমার রায় লিটন অষ্টেলিয়া প্রবাসী এবং কনিষ্ট পুত্র তনোজ রায় দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে কর্মরত।
শোক
মিহির কুমার রায় মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের এমপি এড. মোঃ আবু জাহির। সংবাদপত্রে এক বিবৃতিতে তিনি তার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন হবিগঞ্জ ১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এড. রাজীব কুমার দে তাপস, সহ-সভাপতি সঞ্জয় দাশ, যুগ্ম সম্পাদক পিন্টু রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু রায়, অর্থ সম্পাদক হিমাংশু শেখর রায়, প্রচার সম্পাদক জ্যোতিষ সরকার, যুব বিষয়খ সম্পাদক বকুল চক্রবর্তী, লিপ্টু তালুকদার প্রমূখ।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মিহির কুমার রায় (মিন্টু) এর মৃত্যুতে হবিগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও তাঁহার বিদেয়ী আতœার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মিহির কুমার রায় (মিন্টু) এর মৃত্যুতে ঐক্য পরিষদ একজন সংগঠককে হারাল।
অপর দিকে আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সহ সভাপতি আব্দুল মজিদ, সহ-সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক সরাজ মিয়া, অর্থ সম্পাদক আশফাকউজ্জামান চৌধুরী, প্রচার সম্পাদক পিন্টু রায়, নির্বাহী সদস্য শুভাশীষ চক্রবর্তী, সাইফুর রহমান খাঁন, মোঃ রুবেল মিয়া, জাহাঙ্গীর বখত চৌধুরী, আমিনুর রহমান চৌধুরী সুমন, শামীম আহমদ, সমীরন দে, এলেমান আহমদ চৌধুরী, প্রণব চন্দ্র দেব, কাজল মিয়া, আবু তাহের, তাহিদুর রহমান, সাজিদুর রহমান, মোঃ কামরুজ্জামান চৌধুরী প্রমূখ। নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com