বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

বানিয়াচঙ্গের ৬টি সড়ক সংস্কার ও সাকোসান সম্মেলন বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ৪১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৬টি সড়ক সংস্কার উন্নয়ন ও সাকোসান আন্তর্জাতিক সম্মেলন বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গত ১৪ অক্টোবর বিকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোশাররফ হোসেন বাংলাদেশে আগামী ১১,১২,১৩ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিতব্য সাকোসান আন্তর্জাতিক সম্মেলন ও বানিয়াচঙ্গে ভিআইপিদের ‘ফিল্ড ভিজিট’ বিষয়ে আলোচনা উত্তাপন করেন। এ সময় হবিগঞ্জ জেলার ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিন-পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জানান আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহনকারী ভিভিআইপিদের ফিল্ড ভিজিটকালে সুষ্টু ও নির্বিঘেœ চলাচলের স্বার্থে উপজেলার ৬টি রাস্তা আগামী ডিসেম্বরের মধ্যে সংস্কার উন্নয়ন একান্ত আবশ্যক। এ বিষয়ে একটি লিখিত আবেদন পত্র উপস্থিত সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করেন তিনি। পত্রে তিনি একটি স্কুল, গ্রাম ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে যে সব রাস্তা ভিআইপি চলাচলের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার উন্নয়ন প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। তন্মধ্যে (১) সড়ক ও জনপথের হবিগঞ্জ বানিয়াচং সড়ক ও শরীফ উদ্দিন আহমদ সড়কের নির্মানাধীন ৫ কিঃ মিঃ ডিসেম্বরের মধ্যে সমাপ্তিকরন (২) এলজিইডির বানিয়াচং বড়বাজার-গ্যানিংগঞ্জ বাজার সড়ক (৩) বড়বাজার এল. আর. সরকারী উচ্চ বিদ্যালয়-বনমথুড়া কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সড়ক, (৪) সাগরদিঘীর উত্তরপাড় সড়ক, (৫) বানিয়াচং ছিলাপাঞ্জা-গ্যানিংগঞ্জ বাজার সড়ক, (৬) বড়বাজার-৫/৬নং বাজার-কুন্ডুরপাড় সড়ক সংস্কার উন্নয়ন। পত্রে ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ফিল্ড ভিজিটকারীদের নিকট বাংলাদেশের ভাবমূর্তি উজ্জলের স্বার্থে উল্লেখিত রাস্তা ডিসেম্বরের মধ্যে সংস্কার উন্নয়নের দাবি জানিয়েছেন। সভায় সাকোসান আন্তর্জাতিক সম্মেলন ও ফিল্ড ভিজিটের পূর্ব প্রস্তুতির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন স্থানীয় সরকার সচিব মোহাম্মদ আব্দুল মালেক। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী সংশ্লিষ্টদের যথোপযোক্ত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের সচিব এম এন সিদ্দিক, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, সাকোসান সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অশোক মাধব রায়, বন ও পরিবেশ মন্ত্রীর একান্ত সচিব অনল চন্দ্র দাশ সহ বিভিন্ন মন্ত্রনালয় ও এনজিও প্রতিনিধিবৃন্দ। জানা যায়, আগামী জানুয়ারীতে ঢাকায় অনুষ্টিতব্য আন্তর্জাতিক সাকোসান সম্মেলন শেষে অংশগ্রহনকারী ভিআইপিরা ১৬ জানুয়ারী বানিয়াচং সদরে ফিল্ডভিজিটকালে সুরভী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাগর দিঘীর উত্তরপাড় গ্রাম ও যাত্রাপাশার বনমথুরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com