বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে পৌরসভার নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ ॥ প্রার্থীদের দৌড়ঝাপ

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
  • ৩৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ডিসেম্বর মাসে মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এমন সংবাদে নবীগঞ্জের সর্বত্র এখন নির্বাচন উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে নবীগঞ্জ পৌর শহরে ও শহরতলীর বিভিন্ন ওয়ার্ডে বর্তমান ও সম্ভাব্য মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা গেল দু’মাস ধরে শুরু করেছেন তাদের প্রচার-প্রচারনা। পাড়া, মহল্লাসহ শহরের নানা স্থানে শুভা পাচ্ছে রঙ-বেরঙের ব্যানার, ফেষ্টুন, পোষ্টার ও দেয়াল লিখন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে মতবিনিময় এবং নিজেদের পক্ষে সমর্থন আদায়ের প্রাণপন চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় সরকারের এ নির্বাচন দলগতভাবে অংশ নেয়ায় দলের মনোনয়ন বাগিয়ে আনতে চলছে জোর চেষ্টা ও লবিং। এ ক্ষেত্রে বিএনপি রয়েছে সুবিধাজনক অবস্থানে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি স্থানীয় সরকারের ওই নির্বাচনে অংশ নিবে কি না সিদ্ধান্ত না নিলেও নবীগঞ্জে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীর প্রচারনা তুঙ্গে। এ পর্যন্ত তাদের দলীয় প্রার্থীর তালিকায় পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী একক প্রার্থী হিসেবে রয়েছেন। তবে সরকারী দল আওয়ামীলীগ এক্ষেত্রে অনেকটা পিছিয়ে। বতর্মান মেয়রসহ একাধিক প্রার্থী রয়েছেন মনোনয়ন প্রত্যাশায়। দল কাকে মনোনয়ন দিবে সিদ্ধান্তহীনতায় ভোগছেন। দলীয় মনোনয়ন প্রত্যাশার মধ্যে রয়েছেন বর্তমান তৃতীয় বারের মতো নির্বাচিত মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক মোস্তাক আহমদ মিলু ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেলের নাম শুনা যাচ্ছে। এছাড়া আসন্ন পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর আলম রানা। উক্ত জাহাঙ্গীর রানা বিগত ৩ বার পৌর নির্বাচনে স্বল্প ভোটে পরাজিত প্রার্থী মরহুম এডঃ আব্দুস শহীদ গোলাপের ভাতিজা। এদিকে ভোটারদের মাঝেও আগাম নির্বাচনী হিসাব নিকাশ ও চিন্তা ভাবনা শুরু হয়েছে। প্রার্থীদের অতীত ও বর্তমান অবস্থা নিয়ে চলছে নানা আলোচনা। এ আলোচনায় বাদ নেই রাজনৈতিক বিশ্লেষক ও পেশাজীবি লোকজনও। আসন্ন নির্বাচনে প্রচারনায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন তৃতীয় বারের মতো নির্বাচিত বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী (আওয়ামীলীগ)। সদা হাস্যজ্জ্বল সৎ এবং অত্যন্ত ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে ইতিমধ্যে পৌর নাগরিকদের কাছে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। তার শাসন আমলে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে সুসর্ম্পক থাকায় চলতি বছরেও কয়েক কোটি টাকার উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। এগুলো কাজ সম্পন্ন হলে পৌর শহর একটি মডেল হিসেবে আত্মপ্রকাশ ঘটবে বলে ধারনা করা যাচ্ছে। তিনি একজন দক্ষ শিক্ষক হিসেবেও পরিচিত। অপর প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী (বিএনপি) তৃতীয় বারের মতো ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এবং তিন বারই পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই দীর্ঘ সময়ে পৌর পরিষদে থাকার সুবাধে এবং বিএনপির রাজনৈতিক কারনে এলাকায় সুপরিচিত। তারও যথেষ্ট সুনাম রয়েছে পৌর এলাকায়। স্বল্প শিক্ষিত হলেও তার জ্ঞান দক্ষতা প্রকট। অতি সহজে মানুষের মন জয় করা তার পক্ষে অসম্ভব নয়। বিএনপি সাংগঠনিক ভাবে সকল বিবেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে আসন্ন নির্বাচনে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর অবস্থান খুবই শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুবা বিগত নির্বাচনে মরহুম এডঃ আব্দুস শহীদ গোলাপের মতো পরিনতি ঘটতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা বর্তমান বিএনপির রাজনীতির দু’ মেরু’র পেক্ষাপট দেখে একত্রিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন। লন্ডন প্রবাসী জাহাঙ্গীর রানা দেশ বরন্য একজন গীতিকার, কবি ও সাহিত্যিক হিসেবে তার অনেক খ্যাত রয়েছে। তিনি উচ্চ শিক্ষিত ও ছাত্রদলের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক। লন্ডন যাওয়ার পুর্বে আর্তসামাজিক উন্নয়নে এলাকায় নিবেদিত ছিলেন। এছাড়া তার রয়েছে মৎস্যজীবি সম্প্রদায়ের প্রায় সাড়ে ৪ হাজার ভোটারের ভোট ব্যাংক। বিগত নির্বাচন গুলোর মতো দলমতের উর্ধ্বে উঠে ওই সম্প্রদায়ের ৯৫% ভোট তার দিকে রয়েছে বলে সাধারণ মানুষের ধারনা। ফলে তাকে নিয়ে বিএনপির প্রার্থীর মাথা ব্যথা বেশী। কারন ওই সম্প্রদায়ের সিংহ ভাগ ভোট বিএনপি পন্থী বলে জানাগেছে। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে সুত্র জানায়। নির্বাচনে প্রার্থীতা আলোচনায় রয়েছেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌর বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াসিনী, শেখ সুজাত ফোরামের আহ্বায়ক লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী, বাসদ নেতা চৌধুরী ফয়সল সোয়েব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com