শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

ডিসেম্বরে পৌরসভা মার্চে ইউপি নির্বাচন

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০১৫
  • ৪০৭ বা পড়া হয়েছে

॥ দলীয় মনোনয়ন না পেলে প্রার্থী হওয়া যাবেনা ॥ এক শতাংশ ভোটারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থীএম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নিবন্ধিত সকল রাজনৈতিক দল নিয়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনের সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেয়া হয়েছে। দলীয় মনোনয়ন ও প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ গ্রহণ এবং ১ শতাংশ ভোটারের সমর্থনের বিধান রেখে কার্যকর হচ্ছে আইনী বিধান। সংশোধিত আইনে দলীয় মনোনয়ন লাভে ব্যার্থ কেউ প্রার্থী হতে পারেনা। দলীয় মনোনয়ন নিয়েও আইনের বিধিমালা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আগামী সোমবার মন্ত্রী সভার বৈঠকে সংশোধিত আইন অনুমোদিত হলে অধ্যাদেশ আকারে তা কার্যকর হবে। নির্বাচন সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকেই দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। চলমান আইনে প্রয়োজনীয় সংশোধনী যুক্ত করে সংশোধিত আইনের খসড়া মন্ত্রীসভায় পাঠানো হয়। বিদ্যমান আইনে সরাসরি দলীয় প্রার্থী ও প্রতীক ব্যবহারের সুযোগ নেই। অনানুষ্ঠানিক ঘোষণায় দলীয়ভাবে প্রার্থীতা নিয়ে জটিলতা দেখা দেয়। কমিশন সূত্র জানায়, ডিসেম্বরের শেষ সপ্তাহে ২৪৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে পৌরসভা রয়েছে মোট ৩২৪টি। নির্বাচন উপযোগী হচ্ছে ২৮৫টি। জটিলতার কারণে ২৬টিতে এবং সীমানা জটিলতায় অন্য গুলোতে নির্বাচন হচ্ছে না। ২০১১ সালের ১২-১৮ জানুয়ারী এসব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত মেয়রদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১১ সালের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে। বিধান অনুযায়ি পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। এদিকে সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন কয়েকটি ধাপে ২০১১ সালের মার্চ থেকে জুনের মধ্যে সম্পন্ন করে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ২৯ ধারার উপ-ধারা (৩) এ বলা হয়েছে-পরিষদ গঠনের জন্য কোনো সাধারণ নির্বাচন ঐ পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনে তারিখ থেকে ৫ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের (৬মাস পূর্বে) মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক ২০১১ সালের মার্চে যেসব ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় সে গুলো এ বছরের অক্টোবরের মধ্যে নির্বাচন উপযোগী হবে। ২০১১ সালের জুনে অনুষ্ঠিতব্য নির্বাচন আগামী বছরের জানুয়ারী থেকে পর্যায় ক্রমে সম্পন্ন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com