শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

আদালত থেকে আসামী ধরে নিয়ে যাওয়ার অভিযোগে চুনারুঘাটের দারোগাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ৩৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে প্রকাশ্যে আসামী ধরে নিয়ে যাওয়ার অভিযোগে চুনারুঘাট থানার দারোগা আবু আব্দুল্লাহ জাহিদসহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার ওই আসামীর নিয়োজিত আইনজীবি আবু সাঈদ বাদি হয়ে জাহিদসহ কনস্টেবল কৃষ্ণ গোপালের বিরুদ্ধে ১৯২৬ইং সনের আদালত অবমাননা আইনের ৩ ধারায় মামলা দায়ের করেন। বিচারক মামলাটি গ্রহণ করে আজ মঙ্গলবার জবানবন্দি গ্রহণ ও অভিযোগের বিষয়ে শুনানীর দিন ধার্য্য করেন। গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের দরজা থেকে সিআর ৪৭/০৬ বন মামলায় চুনারুঘাট উপজেলার বাগিয়ারগাঁও গ্রামের মৃত আলফি মিয়ার পুত্র ছাবু মিয়া (৪০) কে এসআই আব্দুল্লাহ আবু জাহিদ কনস্টেবল নং-৫৩৭ কৃষ্ণ গোপাল সাদা পোষাকে জোরপূর্বক এজলাসের দরজার সামন থেকে ধরে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় আসামী যেতে না চাইলে তাকে কিল ঘুষি মারতে মারতে হ্যান্ডকাপ পড়িয়ে নিয়ে যায়। তখন তার নিয়োজিত আইনজীবি ও সহকারিরা বাঁধা দিলে তাদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জাহিদ জোরপূর্বক তাকে মোটর সাইকেলে তুলে নিয়ে যান। এ অভিযোগের প্রেক্ষিতে আদালত অবমননার দায়ে দারোগা জাহিদকে আগামী কার্য দিবস ৩ দিনের মধ্যে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে আদালতপাড়ায় বিচারপ্রার্থী ও আইনজীবিদের মাঝে মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে। অনেক সিনিয়র আইনজীবি মন্তব্য করেন আদালত হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তার স্থান। কিন্তু আদালতের বারান্দা থেকে আসামী ধরে নিয়ে গিয়ে পুলিশ আদালত অবমাননা করেছে। তাই দোষী পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। নইলে এরকম ঘটনা অহরহ ঘটবে এবং বিচার ব্যবস্থা থেকে আস্থা হারাবে মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com