শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

৫০ জনের মাঝে ৩জন কৃষক পাওয়ার টিলার ক্রয় করেছেন

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরনের ক্ষেত্রে শুধু হবিগঞ্জ সদর উপজেলায় সরকারের অন্তত ১৪ লাখ টাকা লুটপাট করা হয়েছে। ৫০ জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার সরবরাহের কথা থাকলেও মাত্র ৩জন কৃষক পাওয়ার টিলার ক্রয় করেছেন। বাকী ৪৭জন কৃষক পাওয়ার টিলার ক্রয় না করে তাদের মাধ্যমে ভর্তুকির অর্থ হাতিয়ে নেয়া হয়েছে। ভর্তুকির অর্থ লুটপাটের ক্ষেত্রে হবিগঞ্জ কৃষি সম্প্রারণ অধিদপ্তর, তালিকাভূক্ত পাওয়ার টিলার সরবরাহকারী প্রতিষ্ঠান, পাওয়ার টিলার নির্মাণকারী কোম্পানীর বিক্রয় প্রতিনিধি, সংশ্লিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতা এবং সংশ্লিষ্ট কৃষকরা জড়িত। যারা কৃষকের পরিচয় দিয়ে পাওয়ার টিলার ক্রয় না করেই সরকারের অর্থ হাতিয়ে নিয়েছেন তাদের মধ্যে বর্তমান ২জন ইউপি চেয়ারম্যান, ১০ জন মেম্বার, ইউপি চেয়ারম্যানের পুত্র রয়েছেন। ইউপি চেয়ারম্যানরা হলেন, ৬নং রাজিউড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম বাবুল, ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের আলী আহমদ খান, তার পুত্র আমিন আহমেদ খান। মেম্বারদের মধ্যে রয়েছেন-মির্জাপুরের আব্দাল উদ্দিন খান, জালালাবাদের আব্দুল কাইয়ূম, নোয়াগাও’র কবির মিয়া, চরহামুয়ার আব্দুস সামাদ, নিতাইর চকের আব্দুর রউফ, সুজাতপুরের মধু মিয়া, বাতাসরের আব্দুল কাদির, দরিয়া পুরের মোঃ রফিক, সুলতানশীর জহুর আলী, যাদবপুরের আলী আজগর, ছোট বহুলার নুরুল হক, মড়রার নুরুজ আলী।
জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওয়তায় খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলার ৫০ জন কৃষককে সরকারের ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার ক্রয়ের জন্য নির্বাচন করা হয়। শর্ত অনুযায়ী একটি পাওয়ার টিলারের মূল্য যদি হয় ১ লাখ ২০ হাজার টাকা হয়, সরকার এর ৩০ শতাংশ ভর্তুকি দেবে ৩৬ হাজার টাকা। অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকার পাওয়ার টিলার বাছাইকৃত সংশ্লিষ্ট কৃষক ৮৪ হাজার টাকায়ই ক্রয় করতে পারবেন। প্রকৃত কৃষকদের কৃষিকাজে উৎসাহ দেয়া সরকারের উদ্দেশ্য থাকলেও তা অনেকটাই ভেস্তে গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের কারণে। বাছাই কমিটি সদর উপজেলার যে ৫০ জন কৃষককে নির্বাচন করেছে তাদের মধ্যে ১০ জন মেম্বার, ২জন ইউপি চেয়ারম্যান, একজন বর্তমান ইউপি চেয়ারম্যানের পুত্রও রয়েছেন। তাদের কেউই পাওয়ার টিলার ক্রয় করেননি। তবে সরকারের ভর্তুকির টাকা তাদের নামে উত্তোলন করে ভাগবাটোয়ারা করা হয়েছে। পাওয়ার টিলার কৃষকদের মাঝে বিতরণ সংক্রান্ত যে অনুষ্ঠানটি করা হয় তাও ছিল পুরোপুরিই ভূয়া এবং প্রতারনামূলক। মেশিনারিজ দোকান থেকে কিছু পাওয়ার টিলার জড়ো করে কৃষকদের সামনে হাজির করা হয়, বিতরন উপলক্ষে ছবি তুলা হয়, পরে কিছুক্ষনের মধ্যেই পাওয়ার টিলারগুলো সংশ্লিষ্ট শো-রুমে নিয়ে যাওয়া হয়। প্রতারণার নাটকটি সম্পন্ন করেন উপজেলা কৃষি অফিসার বিমল চন্দ্র সোম, উপ সহকারী কৃষি অফিসার মাহবুবুল হক, সুনিল চন্দ্র দাশ, তোফায়েল আহমেদ, অলক কুমার শীল, পিপিআই সিরাজুল হাই, পাওয়ার টিলার সরবরাহকারী দোকান মদিনা মেশিনারিজ, বিছমিল্লাহ মেশিনারিজ, রুকন মেশিনারিজ। রিচি ইউনিয়নের ১জন, নিজামপুর ইউনিয়নের ১জন, রাজিউড়া ইউনিয়নের তালিকাভূক্ত ১জনসহ এই ৩ জনের পাওয়ার টিলার ক্রয় ব্যতিত বাকীরা শুধু সরকারের ভর্তুকির টাকা গ্রহণ করেছেন মাত্র। কৃষি অফিস থেকে মেশিনারিজ দোকানগুলোর নামে চেক ইস্যু করা হয়। সেই চেকের টাকা পর্যায়ক্রমে চলে যায় তালিকাকৃষক, দুর্নীতিবাজ কৃষি অফিসারসহ সংশ্লিষ্টদের হাতে। সরকারের ভর্তুকির অর্থে কেনা প্রত্যেকটি পাওয়ার টিলারের ইঞ্জিন নাম্বার সংরনের কথা। কাগজে পত্রে ইঞ্জিন নাম্বার লেখা থাকলেও সেসব ইঞ্জিন নাম্বার সংবলিত পাওয়ার টিলার হবিগঞ্জের শো-রুমেই শোভা পায়। বিষয়টি জানাজানি হলে কিছু কিছু পাওয়ার টিলার ইতিমধ্যে ভিন্ন জেলায় পাঠিয়ে দেয়ারও অভিযোগ রয়েছে। পাওয়ার টিলার ক্রয় করেছেন খাতাপত্রে উল্লেখ থাকলেও তালিকাভূক্ত কৃষকদের অনেকের বাড়িতে সরেজমিনে গিয়ে পাওয়ার টিলার পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন সরকারের কৃষি ভর্তুকি থেকে সদর উপজেলায় যে ১৪ লাখ টাকার মতো লুটপাট হয়েছে এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপ পরিচালক শাহ আলম, উপজেলা কৃষি অফিসার বিমল চন্দ্র সোম, উপসহকারী কৃষি অফিসার মাহবুবুল হক, সুনিল চন্দ্র দাস, তোফায়েল আহমেদ, অলক কুমার শীল, হেড কার্ক মুক্তা দাস, পিপিআই সিরাজুল জড়িত। এব্যাপারে রাজিউড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম বাবুল জানান-কিছু দুর্নীতি হয়েছে। কৃষি মন্ত্রী সংসদে বলেছেন, আমার কৃষকদের সবাই পাওয়ার টিলার নিয়েছেন। আপাততঃ এটাই সত্য। নিজে পাওয়ার টিলার কিনছেন কি না এ প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। পাওয়ার টিলার ক্রয়ের তারিকাভূক্ত একই ইউনিয়নের মেম্বার কবির মিয়া জানান- তিনি পাওয়ার টিলার ক্রয় করেননি। এব্যাপারে উপ-পরিচালক শাহ আলম জানান- পাওয়ার ট্রিলার ক্রয়ের ব্যাপারে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মোটেই সত্য নয়। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম জানান- কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতি হলে তদন্তে প্রকাশ পেলে যেসব কৃষক পাওয়ার টিলার এর পরিবর্তে টাকা গ্রহণ করেছেন তাদের টাকা ফেরত দিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন- যথাযথভাবে পরিদর্শন করা হয়নি। যে কয়েকজন তালিকাভূক্ত কৃষক পাওয়ার টিলার ক্রয় করেননি তাদের তালিকা বলা হলে তিনি বলেন- বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে দুর্নীতির বিষয়টি ধামাচাপা দিতে আজ রবিবার কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com