বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ সড়ক নির্মাণ শেষ হবে ২০১৮ সালে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের সাথে হবিগঞ্জ জেলার একমাত্র সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা আজমিরীগঞ্জ। বর্ষায় হবিগঞ্জ থেকে সড়ক পথে বানিয়াচঙ্গ আদর্শ বাজার নৌকাঘাট অথবা শিবপাশা নৌকাঘাট থেকে ইঞ্জিনবোট যোগে ভাটি বাংলার রাজধানী আজমিরীগঞ্জ সদর পৌছতে ভূগান্তি শেষ নেই। শুকনো মৌসুমে বানিয়াচঙ্গ বড়বাজার থেকে শরীফ উদ্দিন আহমদ সড়কের জলসুখা হয়ে রাস্তা ধুলোবালি মেখে পৌছাতে হয় আজমিরীগঞ্জ। চরম দুর্ভোগের স্বপ্ন লাগবের প্রত্যাশায় বানিয়াচঙ্গ আজমিরীগঞ্জবাসী ১৯৯১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ২৫ বছর যাবত বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আওয়ামীলীগের এমপি নির্বাচিত হন প্রয়াত এডঃ শরীফ উদ্দিন আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মরহুম নাজমুল হাসান জাহেদ, এডঃ মোঃ আব্দুল মজিদ খান। স্বপ্ন পূরনের প্রত্যাশায় চলতি মেয়াদেও এলাকাবাসী পুনঃরায় এমপি নির্বাচিত করলো আওয়ামীলীগের প্রার্থীকে। আওয়ামীলীগের সংসদ সদস্যরা আজমিরীগঞ্জ সড়ক উন্নয়নে সফলতার ভূমিকা প্রশ্নবৃদ্ধ হলেও বানিয়াচঙ্গ আজমিরীগঞ্জ সড়কের নামকরন “শরীফ উদ্দিন আহমেদ সড়ক” স্বরনীয় হয়ে থাকবে। ১৯৯৭ সালে আওয়ামীলীগ সরকার সড়কের নামকরন শেষে বর্তমান প্রধানমন্ত্রীর ১৯ অক্টোবর বানিয়াচঙ্গ সফরকালীন স্বপ্নীল ঘোষণার বাস্তবায়ন আজও এলাকাবাসী ভূলে যায়নি। জনমনে প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিশ্র“তি বাস্তবায়ন অকার্যকর থাকলে কার ভাবমূর্তি ক্ষুন্ন হবে। বর্তমান সংসদ সদস্য বিগত মেয়াদে একনেক এর সভায় এডিপিতে অন্তর্ভূক্ত করে শরীফ উদ্দিন আহমদ সড়ক উন্নয়নে স্বাভাবিক গতি আনতে পেড়েছেন। তার একক প্রশংসার দাবীদার এমপি মজিদ খান। তবে বর্তমানে শরীফ উদ্দিন সড়ক উন্নয়নে কচ্ছপ গতি। বাকী রয়েছে ৯টি গার্ডার ব্রীজ-কালভার্ট নির্মান। শেষাংশে ১ কিলোমিটার অস্তিত্বহীন সড়কের এলাইনমেন্টে মাটির কাজও বাকী রয়েছে। এ ছাড়া ব্লক ও মাটি দিয়ে সড়ক উন্নয়ন করতে হবে ৭ কিলোমিটার। ফলে অভিজ্ঞ মহলের ধারনা সড়ক ও জনপথ বিভাগ পিচঢালা সড়কের উপর দিয়ে সকল মৌসুমে যান চলাচলের জন্য ২০১৯ সালের পূর্বে উন্মোক্ত করতে পারছেনা। অপর দিকে শিবপাশা আজমিরীগঞ্জ সড়ক উন্নয়ন কার্যক্রম শুরু করেছে এলজিইডি। একাধিকবার ২৪ কোটি টাকার টেন্ডার আহ্বান করেও ঠিকাদার সিন্ডিকেট দরপত্র দাখিল করায় থমকে পড়েছে সড়কের কার্যক্রম। অক্টোবর মাসে ২ গ্র“পে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে বলে হবিগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী অফিসের সিনিয়র সহকারী প্রকৌশলী বিপ্লব পাল নিশ্চিত করেছেন। তিনি আশা করছেন অন্য কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হলে আজমিরীগঞ্জের বিরাট এর শরীফ উদ্দিন আহমদ রোড পর্যন্ত ২০১৮ সালের মধ্যে মজবুতি সড়ক নির্মান শেষ করা যাবে। আজমিরীগঞ্জের সাথে সড়ক যোগাযোগ স্থাপনে পূর্বাপর সক্রিয় ভূমিকা রাখছেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ২০০৮ সালের মধ্যে বানিয়াচঙ্গ শিবপাশা আজমিরীগঞ্জ সড়ক ব্ল্যাকটপ নির্মানে অর্থ বরাদ্ধ সহ ঠিকাদার দিয়ে কাজ করাতে গিয়ে বলিষ্ট ভূমিকা পালন করেছেন। দেশের প্রভাবশালী রাজনৈতিক ঠিকাদার ৩ বছরের পর সড়ক নির্মান অসমাপ্ত রেখে ০৮ সালে পালিয়ে যেতে উদ্যোগ নেয়। তখন ঠিকাদারকে আটকিয়ে দেন চেয়ারম্যান মমিন। তত্ত্বাবধায়ক সরকারের সেনাবাহিনীর সহায়তায় ঠিকাদার পালিয়ে যাবারকালে তৎকালীন বানিয়াচঙ্গের ওসি মমিনুর রহমান ও চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন এর বিরুদ্ধে মামলা রুজু করে যায়। ঐ মামলা আজও হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে বিচারাধীন। ২৩ সেপ্টেম্বর বুধবার হাজিরার ধার্য্য তারিখ। আজমিরীগঞ্জ সড়ক যোগাযোগ বিষয়ে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন দু’টি সড়কের তথ্য উপাত্ত, সরজমিন ও পারিপার্শ্বিকতা বিশ্লেষণ করে বলেন, সরকার থেকে বলিষ্ট পদক্ষেপ নেয়া হলে ২০১৯ সালের পূর্বেই যোগাযোগে চরম দূর্ভোগ এর তিলক আজমিরীগঞ্জবাসীর কপাল থেকে মুছে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com