বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চুনারুঘাটের অধশতার্ধিক গ্রামের নিম্নাঞ্চলে বন্যা

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৬৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে চুনারুঘাট উপজেলার ৭টি ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। খোয়াই, করাঙ্গী, সুতাং নদীর পানি উপচে এসব গ্রামের নিম্নœাঞ্চলের বাড়িঘর ও রোপা আমনসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। অনেকের পুকুরের মাছ পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। এদিকে খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে।
শুক্রবার বিকেল থেকেই উজানে ঢলের পানি বাড়তে থাকে। গতকাল শনিবার ভোরে উপজেলার গাজীপুর, আহমদাবাদ, দেওরগাছ, মিরাশী, পাইকপাড়া, সাটিয়াজুরী ও শানখলা ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রামের নিম্নœাঞ্চল বানের পানিতে তলিয়ে যায়। গ্রামগুলো হচ্ছে কালিশিরি, বনগাও, হারাজুরা, কালামন্ডল, সুন্দরপুর, রাজারবাজার, রানীরকোর্ট, কাচুয়া, আলীরাজাপুর, গঙ্গানগর, জারুলিয়া, সুকদেবপুর, কোনাগাও, ছনখলা, বরজুম, ভুইছড়া, কৃষ্ণপুর, সাটিয়াজুরী, কামালপুর, কোনাউড়া, দ্বারাগাও বস্তি, চান্টেলটিলা, ছিলামী, বাসুদেবপুর, আটালিয়া, শাহপুর, সোনাজুরা, হাকাজুরা, দৌলতপুর, চিচিরকুট, মিরাশী, বড়জুষ, আতিকপুর, নোয়াবাদ, পাইকপাড়া, হলদিউড়া, হলহলিয়া, মহিমাউড়া, মাগুরুন্ডা, মির্জাপুর, লালচান্দ, সোনাচং. আলীনগর ইত্যাদি। এসব গ্রামের বিপুল পরিমান আমন ফসল, সবজি ক্ষেত এবং অসংখ্য পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে পুকুরের লাখ লাখ টাকার মাছ ভাসিয়ে নিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com