শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় ১০ম সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৩টি আসনে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সে অনুযায়ী গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ), হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। ফলে ওই ৩টি আসনে ৮জন প্রার্থী ১০ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন এবং স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী) ১জন ও স্বতন্ত্র ১ জন। প্রার্থীগণ হচ্ছেন-হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খাঁন (আওয়ামীলীগ), জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল (জাপা), সাংবাদিক আফছার আহমেদ রূপক (স্বতন্ত্র), হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির (আওয়ামীলীগ), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক (জাপা) এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এডঃ মোঃ মাহবুব আলী (আওয়ামীলীগ), জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহাদ ইউ চৌধুরী শাহীন (জাপা) এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সৈয়দ তানভীর আহমেদ (স্বতন্ত্র আওয়ামীলীগ বিদ্রোহী)।
এদিকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী দেয়ান ফরিদ গাজীর পুত্র শাহনেওয়াজ মিলাদ গাজী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু এখন একক প্রার্র্থী। তাই তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। যা এখন ঘোাষণার অপেক্ষায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com