শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

ব্র্যাকের প্রকল্পাধীন আমনের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে তৃপ্তির হাসি

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ৩৮৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বিআর-১১ ধানের বাম্পার  ফলন হয়েছে। আর বাম্পার ফলনে কৃষকরা তৃপ্তির হাসি হাসছে। এ সাফল্যে আমন চাষাবাদে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন হাওরের বিপর্যস্থ কৃষককূল। এ স্বপ্ন দেখিয়েছে বানিয়াচং ব্র্যাক আইডিপি’র কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্প। বানিয়াচংয়ের অপেক্ষাকৃত উঁচু হাওড়ে বর্ষাকালীন স্থানীয় জাতের লাকী ধান (বোনা আমন) চাষাবাদ হয়ে আসছে। এ জাতের ধানকে আঞ্চলিকভাবে জলি ধানও বলা হয়ে থাকে। জলবায়ূ পরিবর্তনের ফলে বৃষ্টিপাত কমে গেছে। অপরদিকে ভারতের সাথে অভিন্ন নদীগুলোতে অবকাঠামো গড়ে তোলায় হাওরে ভরা বর্ষায়ও পানি হচ্ছে না। বিশেষ করে হবিগঞ্জের অপেক্ষাকৃত উচুঁ হাওরে জল ওঠতেই পারছে না। এতে জলি ধান চাষাবাদে অনুপোযুক্ত হয়ে পড়ছে অত্র হাওর অঞ্চল। তবুও কৃষকরা আশায় বুক ঁেবধে এ জাতের ধান চাষাবাদ করলেও পানির অভাবে কাংখিত ফসল উৎপাদন না হওয়ায় মার খাচ্ছিলেন কৃষক। অত্র হাওর অঞ্চলে বিপর্যস্থ কৃষি ও কৃষককে যুগপোযোগি করে তোলতে এগিয়ে এসেছে ব্র্যাকের আইডিপি কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী। এ প্রকল্পের আওতায় প্রাকৃতিক বিরূপতায় জল ওঠছে না এমন জমিগুলোতে জলি ধানের পরিবর্তে উফশী রোপা আমন বিআর-১১ চাষে কৃষককে উদ্বুদ্ধ করে। এ লক্ষ্যে আমন মৌসুমে বানিয়াচং সদরের চানপুর, চতুরঙ্গরায়ের পাড়া, পূর্বগড়, কামালখানীসহ কয়েক মহল্লার ১৭৪ জন কৃষকের ৯০ একর জমি প্রকল্পভূক্ত করা হয়। কৃষকদের মধ্যে বিনামূল্যে জমি অনুপাতে ৬ থেকে ১০ কেজি বিআর-১১ (মুক্তাশাইল) জাতের বীজ সরবরাহ করেন এবং ফসল ওঠা পূর্ব পর্যন্ত মাঠ পর্যায়ে পদ্ধতিগত কারিগরী সহায়তা প্রদান করে। বীজতলা তৈরীসহ ১৪৫ দিনে ফসল পেঁকেছে। বানিয়াচং পূর্ব হাওরে উচুকোনা, গড়েরমাথা, আমননগর, পূর্বগড়, কাতাইকের এলাকায় পরীক্ষামূলকভাবে এ ধান চাষাবাদ করা হয়। সম্প্রতি ফসল কর্তন করে কাটাই-মাড়াই করার পর একর প্রতি গড় উৎপাদন  ৫৭ মণ হয়েছে বলে প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন। ভাল ফসল পেয়ে কৃষকরা দারুন খুশী। কৃষক সুলেমান, তোতা ও অনু মিয়া বললেন, গত কয়েক বছর যাবৎ হাওরে পানি না ওঠায় লাকি ধান চাষাবাদ না করতেই মনস্থির করেছিলাম। ব্র্যাকের কর্মকর্তাদের দেয়া উৎসাহে উফশী আমন ধান চাষ করে ভাল ফসল পেয়ে চাষাবাদে আবারও উৎসাহ পাচ্ছি। কৃষক আমির হোসেন ও আবুল মিয়া বললেন, লাকী ধান চাষ করে যে ধান পেতাম এবার ব্র্যাকের মুক্তাশাইল (বিআর-১১) চাষ করে পরিমানে দ্বিগুনেরও বেশী ধান পেয়েছি। তবে অনেক কৃষক বললেন, উজানে বর্ষায় বাংলাদেশ ও ভারতের পাহাড় সারিতে অতিবৃষ্টি হলে বন্যার ভয়ও থাকে। তবে আবহাওয়ার পরিবর্তে ৫/৬ বছর ধরে বর্ষায় অনাবৃষ্টি ও খরা দেখা দিচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনে উজান এলাকার ভূমির মতো ‘রোইয়াচ্ছা’ (রোপা আমন) ধান চাষাবাদ শুরু করেছি। উফশি জাতের আমন ধানের বীজ পেলে অত্রাঞ্চালের কৃষি ও কৃষক উপকৃত হবে। এ ব্যাপারে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী ব্র্যাক ইন্টিগ্রেটেড ডেভলাপমেন্ট প্রোগ্রাম (আইডিপি) এর সিনিয়র শাখা ব্যবস্থাপক কাশী কান্ত বর্মা জানান, আমাদের এ প্রকল্প ৩বছর পর্যন্ত চলবে এবং বোরো মৌসুমেও কৃষি ও কৃষকদের উন্নয়ন সাধনে এ কর্মসূচীর আওতায় প্রকল্প নেয়া হয়েছে। বোরো মৌসুমে সর্বমোট ৩১০ জন চাষীকে ৬২০ কেজি হাইব্রীড(শক্তি-২) বীজ ধান বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বীজতলা তৈরী থেকে কৃষকদেরকে সরাসরি মাঠে গিয়ে কারিগরী সহায়তা প্রদান করা হচ্ছে। ফসল ঘরে ওঠা পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে। কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর বানিয়াচং উপজেলায় বোনা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ১৬ হাজার ৫০ হেক্টর, উৎপাদন লক্ষ্যমাত্রা ১৪ হাজার ২শ ৫০ মেঃটন, রোপা আমন চাষাবাদ ৪ হাজার ৫শ হেক্টর উৎপাদন লক্ষ্যমাত্রা ৩১ হাজার ২শ মেঃটন, আউশ চাষাবাদ ২ হাজার ২শ হেক্টর ,উৎপাদন লক্ষ্যমাত্রা ৩হাজার ২শ ৫০ মেঃটন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com