শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জে আধিপত্যের লড়াইয়ে বিঘিœত হচ্ছে শিক্ষার পরিবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় বিশালাকারের দু’টি গর্ত নিয়ে আতংক দেখা দিয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য গর্ত কুড়ে ঠিকাদারী প্রতিষ্ঠান। সাব-ঠিকাদারী নিয়ে আধিপত্যের লড়াই শুরু হয়। রফাদফা না হওয়ায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিদ্যালয়ের বারান্দা ঘেষা বিশালাকারের ৫/৬ ফুট গভীর গর্ত দু’টি নিয়ে বিপাকে রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিকার চেয়ে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরীর নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। নতুন ভবন নির্মাণ নিয়ে আধিপত্যের লড়াইয়ে ব্যহত হচ্ছে শিক্ষার পরিবেশ। অল্পের জন্য বেঁচে গেছে দুই শিশু। এনিয়ে শিক্ষক ও অভিবাবকদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য দরপত্র আহবান করে এলজিডি। হবিগঞ্জ জেলা সদরের বাসিন্দা ঠিকাদার মিজানুর রহমান শামীম নির্মাণ কাজের অনুমোদন লাভ করেন। তিনি নিজে কাজ না করে স্থানীয়দের মধ্যে ওয়ার্ক ওয়ার্ডার বিক্রি করে দেন। থানা ছাত্রদল আহবায়ক হারুনুর রশীদ হারুন ভবন নির্মানের জন্য বিদ্যালয়ের সামনে ৫/৬ ফুট গভীর দু’টি গর্ত করে কাজ শুরু করেন। ২৮ মে তাঁকে বাঁধা দেন আওয়ামীলীগ নেতা কালন বাগচী। হারুনের প্রতিপক্ষ বিএনপির জনৈক নেতাকে নিয়ে নির্মাণ কাজ বন্ধ করেন। দু’গ্র“পের শুরু হয় আধিপত্যের লড়াই। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী বিদ্যমান বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন। থমকে যায় নির্মাণ কাজ। ব্যহত হয় শিক্ষার পরিবেশ। বৈরী আবহাওয়ায় ঝুঁকির মুখে পড়ে শিশুদের পাঠদান। দুই শিশু বিদ্যালয়ের বারান্দা ঘেষা গর্তে পড়ে গেলে সহপাঠীরা তাদের উদ্ধার করে। অল্পের জন্য বেঁচে যায় দুই শিশু। অভিবাবক মহলে আতংক দেখা দেয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ’কে ঘটনা অবহিত করা হয়। এলজিডির প্রকৌশলীকে বারবার তাগিদ দেয়া হলেও টনক নড়েনি। অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে ভবনের নির্মাণ কাজ। এনিয়ে জনপদে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক চৌধুরী দ্বিতীয় দফা আবেদন করেছেন। ২৩ আগষ্ঠ উপজেলা চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন দাখিল করেন তিনি। বিদ্যালয়ের দুরাবস্থা ও নির্মাণ কাজ নিয়ে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, সাব-ঠিকাদারী নিয়ে জটিলতার অবসান হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com