সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের দণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ৪০৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ইভটিজিংয়ের দায়ে এক বখাটে যুবকের ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত বখাটে হচ্ছে-বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের রইছ উল্লাহর পুত্র আরজব ওরফে সোহেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বখাটে সোহেল বীমা কোম্পানীতে চাকুরী করার সুবাদে একই কোম্পানীর জনৈক মহিলার কাছ থেকে টাকা ধার নেয়। ওই মহিলা টাকা ফেরত চাইলে সে বিভিন্নভাবে মহিলাকে অশ্লিল কথাবার্তা বলতে থাকে। এমনকি রাস্তায় পেয়ে তাকে গালাগাল করে। একপর্যায়ে মহিলা অতিষ্ঠ হয়ে বানিয়াচং থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে এসআই সালাম এর নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং বড়বাজার শহীদ মিনারের সামন থেকে সোহেলকে আটক করে। গতকাল সোমবার বিকেলে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত সাক্ষী-প্রমানের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com