বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠানে আলমগীর চৌধুরী ॥ সমাজের প্রত্যেক মানুষেরই কিছু সামাজিক দায়িত্ববোধ রয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ৪০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী বলেছেন, সমাজের প্রত্যেক মানুষেরই কিছু সামাজিক দায়িত্ববোধ রয়েছে। বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান একটি সামাজিক কাজ। আর এ ভাল কাজ করার জন্য নবীগঞ্জর আলোকিত ব্যাচ ’৯৫ সত্যিই প্রশংসার দাবীদার। তাই এ ধরনের সামজিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ জে,কে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোকিত ব্যাচ ’৯৫ নবীগঞ্জ  সামাজিক সংগঠনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা ২০১৫ এর  উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোকিত ব্যাচ ’৯৫ এর সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র শাহ রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম সালাম, সাধারন সম্পাদক সরওয়ার শিকদার, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এম এ  আহমদ আজাদ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নবীগঞ্জ জে,কে স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক রথীন্দ্র লাল দে প্রমুখ।
মৌলভীবাজার বিএনবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সহযোগীতায় এবং চুক্ষ হাসপাতালের পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক এড. এ এম ইয়াহিয়া মোজাহিদ এর ব্যবস্থাপনায় এতে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ আব্দুল মান্নান মুনিম এম বিবি এস, ডাঃ জাবেদ আহমদ মিঠু এম বিবি এস,এম ফিল, ডাঃ সায়মা মোজাহিদ লিজা এম বিবি এস, মোঃ আব্দুল মান্নান, দেওয়ান রুহুল আমিন, দেওয়ান জাহিদুজ্জামান চৌধুরী, শিপন সুত্রধর, সুজন ঘোষ, মসফাকিন আহমদ। অনুষ্টানের সার্বিক দায়িত্বে ছিলেন আলোকিত ব্যাচ ’৯৫ কমিটির সহ সভাপতি শিক্ষক আব্দুল মজিদ, সহ- সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক সরাজ মিয়া, অর্থ সম্পাদক আশফাকউজ্জামান চৌধুরী, প্রচার সম্পাদক পিন্টু রায়, নির্বাহী সদস্য ব্যাংক কর্মকর্তা শুভাশীষ চক্রবর্তী, সার্কেল শিক্ষা ও সেবা কেন্দ্রের পরিচাললক সাইফুর রহমান খাঁন, শিক্ষক মোঃ রুবেল মিয়া, শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী, আমিনুর রহমান চৌধুরী সুমন, শিক্ষক শামীম আহমদ প্রমুখ। উক্ত বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবায় ১ হাজার ২ শত ৩৮ জনকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় এবং ১ শত ৪৯ জনকে ছানীপড়া রোগী সনাক্ত করে অপারেশনের জন্য মনোনীত করা হয়। এসব অপারেশনযোগ্য রোগীকে আগামী শনিবার মৌলভীবাজার চুক্ষ হাসপাতালে নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com