মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

দক্ষিণ এশিয়া আঞ্চলিক সেনিটেশ বিষয়ক প্রতিনিধিরা বানিয়াচঙ্গ আসছেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৩৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী জানুয়ারীতে ঢাকায় অনুষ্টিতব্য ৩ দিন ব্যাপী দক্ষিণ এশিয়া আঞ্চলিক সেনিটেশন বিষয়ক কনফারেন্সে অংশগ্রহণকারী সার্কভূক্ত ৮টি দেশের প্রতিনিধিরা বানিয়াচঙ্গ পরিদর্শন করবেন। এ উপলক্ষে সাকোছান আয়োজক সংশ্লিষ্ট ইউনিসেফ প্রতিনিধিগণ বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর সভা কক্ষে সকাল ১০টায় এক কলাবরেটিভ মিটিং অনুষ্ঠিত হয়। সভায় ইউনিসেফ প্রতিনিধিরা জানান ঢাকায় অনুষ্ঠিতব্য কনফারেন্সে শেষে অংশগ্রহনকারী বিভিন্ন দেশের ৪০জন প্রতিনিধি ফিল্ড ভিজিটের অংশ হিসেবে বানিয়াচঙ্গ পরিদর্শনে আসবেন। সভায় বানিয়াচঙ্গের ভাবমূর্তিকে বিদেশী দর্শনার্থীদের নিকট উন্নত পরিবেশ এলাকা (গ্রাম) চিহ্নিত করে পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে গড়ে তুলার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ইউনিসেফ এর পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ইউএসটি’র নির্বাহী পরিচালক শাহ মোঃ আনোয়ার কামাল, প্রাকটিক্যাল একশন প্রোগ্রাম ম্যানেজার দীপক চন্দ্র রায়, জিওবি ইউনিসেফ ক্যাট্স প্রজেক্ট এর জোনাল অফিসার শেখ সুজা উদ্দিন, ইউএসটি বানিয়াচং উপজেলা কো-অর্ডিনেটর রাজু আহমেদ। সভা শেষে বানিয়াচঙ্গের কয়েকটি এলাকা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সহ ইউনিসেফ প্রতিনিধিরা দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুন এর সাথে বিদেশীদের বানিয়াচঙ্গের সম্ভাব্য পরিদর্শন এলাকার পারিপার্শ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com