মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

যুবলীগের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ বঙ্গবন্ধু হত্যার মদদদাতা পরিকল্পনাকারী পৃষ্টপোষকদেরকে ও বিচারের কাঠগড়ায় তোলার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৪২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যারা বঙ্গবন্ধুর হত্যার মদদদাতা, পরিকল্পনাকারী, বেগম খালেদা জিয়া সহ যারা খুনীদের পৃষ্টপোষকতা করেছে, ফাঁসির দড়ি থেকে রক্ষার চেষ্টা করেছে, বিদেশে চাকুরী দিয়ে পুরষ্কৃত করেছে তাদেরকে ও বিচারের কাঠগড়ায় দাড় করানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, হবিগঞ্জ জেলার সভাপতি, হবিগঞ্জ লাখাই থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল শহরের আর ডি হল প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন দণ্ডপ্রাপ্ত প্রতিটি খুনীকে বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য আওয়ামী লীগ সরকার চেষ্টা চলাচ্ছে। যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নিজেরা সংগঠিত হতে হবে, সতর্ক থাকতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে যাতে করে আর কোন ষড়যন্ত্রকারী বাংলার মাটিতে ১৫ আগষ্টের মতো হত্যাযজ্ঞ ঘটানোর সাহস না পায়। কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি, হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী জননেতা আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ বোরহানউদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের অন্যতম সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক যুবনেতা অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা। বক্তব্য রাখেন  জেলা যুবলীগ নেতা মোঃ আব্দুল মালেক, শওকত আকবর সোহেল, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুর হোসেন, জেলা যুবলীগ নেতা হেমসিন চৌধুরী, মিজানুর রহমান শামীম, সজল রায়, এস এম আব্দুল রউফ মাসুক, হাজী শামসু মিয়া, এস এম শফিউল্লাহ, ফেরদৌস আহমেদ, রুহুল আমিন সিজিল, মোঃ আলম মিয়া, মোঃ ফারুক মিয়া, পৌর যুবলীগের সহসভাপতি শেখ আনিসুজ্জামান, অ্যাডভোকেট এনামুল হক, সবুজ মিয়া, বদরুল আলম, মঈনউদ্দিন চৌধুরী সুমন, শহীদুল আলম মুহিন, শাহেদুল ইসলাম শাহেদ, ইকবাল হোসেন খান, আবু সুফিয়ান, আব্দুল রকিব রনি, দিলুয়, জাহাঙ্গীর আলম দুলাল, মোঃ আলাই চৌধুরী, এস এম হুমায়ুন, আলী আব্দুল্লাহ, শেখ নিজাম, তানভীর, জুয়েল, আবুল কাসেম রুবেল, ইমতিয়াজ জাহান শাওন প্রমুখ। সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করে যারা তার স্বাধীন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধ্বংস করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। আজ কোটি মুজিবের জন্ম হয়েছে যারা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্নকে আদর্শকে বুকের ভেতর ধারন করে, লালন করে। তিনি শোককে শক্তিতে রূপান্তরিত করে আওয়ামী লীগের ডিজিটাল দেশগড়ার সংগ্রামে যুবলীগের প্রতিটি কর্মীকে অংশ নেয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com