বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে ‘‘সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ স্থানীয় পর্যায়ে করণীয়” শীর্ষক মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ৫ আগস্ট, ২০১৫
  • ৩৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘‘সড়কে নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক  বিষয়ে সর্বমহলে জনচেতনতা সৃষ্টি করতে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিটের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ”সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ: স্থানীয় পর্যায়ে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ ফিরোজ ভূইয়া । সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ম্যানেজার অপূর্ব কুমার সাহা।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মনির উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক সাদেক খান, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ, মো: নুরুন্নবী সরকার, নবীগঞ্জ থানার ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ ইফতেকার হাছান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, মেহের আলী মহালদার, ছাইম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক, গোপলার বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ তফাজ্জুল হক প্রমুখ।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন ব্র্যাক নিরাপদ সড়ক আচরনবিধি প্রবর্তন প্রকল্পের ম্যানেজার মোঃ মশিউর রহমান এবং উক্ত প্রকল্পের সিলেট অঞ্চলের সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com