বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

সদর হাসপাতালে ডাক্তার ও কর্মচারীর উপর হামলা ॥ ভাংচুর ॥ আটক ১ ॥ রাতে সমঝোতায় নিষ্পত্তি

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে ডাক্তার, কর্মচারীদের হামলা ও হাসপাতালে ভাংচুর করেছে একদল যুবক। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ১ ঘন্টা কর্মবিরতি পালন করে হাসপাতালের সকল ডাক্তার, নার্সসহ স্টাফরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনাটি ঘটে। শিশু রোগীর স্বজনদের অভিযোগ তাদের বাড়ি বানিয়াচং উপজেলার দত্তপাড়া গ্রামে। ওই সময় প্রবাসি আব্দুল মজিদের ২ বছরের কন্যা খাদিজা বেগম পানিতে পড়ে গেলে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় জরুরী বিভাগের ডাক্তার মিঠুন রায় ওই শিশুকে দেখে একটি নাপা সিরাপ প্রেসক্রিপশনে লিখে দেন। এ সময় তারা বলেন, রোগীর অবস্থা খুবই খারাপ। নাপায় কমবে না। এ সময় ডাক্তার মিঠুন প্রেসক্রিপশনে আরো কিছু ঔষুধ লিখে দেন। এক পর্যায়ে তারা ডাক্তারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এ সময় জরুরী বিভাগের ব্রাদার হাবিবুর রহমান, এমএলএসএস আসাদসহ অন্যান্যরা এগিয়ে গেলে তাদের সাথেও বাকবিতন্ডা হয় তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীর স্বজনরা ডাক্তারকে লাঞ্ছিত করে এবং ডাক্তারের চেম্বারের আসবাবপত্র ও দরজা জানালা ভাংচুর করে। খবর পেয়ে সদর থানার এসআই ছানা উল্লা ঘটনাস্থলে গিয়ে অনন্তপুর এলাকার জিল্লর মিয়ার পুত্র সাইদুর রহমান (২০) কে আটক করে থানায় নিয়ে যায়। হাসপাতালে এ খবর ছড়িয়ে পড়লে সকল স্টাফরা দোষীদের শাস্তির দাবীতে ১ ঘন্টা কর্মবিরতী পালন করে। এ সময় রোগীরা চরম ভোগান্তির শিকার হন। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। কোন অভিযোগ না থাকায় এবং এলাকার মুরুব্বীরা বিষয়টি শেষ করার আশ্বাস দিলে তাদের মুচলেকা রেখে আটক সাইদুরকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় তোলপাড় চলছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল সভা কক্ষে সদর হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও স্টাফদের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ডাঃ প্রদীপ কুমার দাশ, আরএমও ডাঃ মহসিন করিম, ডাঃ অরুণ কুমার পাল, ডাঃ দেবাশীষ দাশ, ডাঃ মিঠুন রায় প্রমূখ। পরে বিষয়টি রাতেই সদর হাসপাতালে ডাক্তারদের জরুরী সভা চলাকালে সমঝতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com