মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

কারাগারে জি কে গউছকে হত্যার চেষ্টার প্রতিবাদে হরতালসহ বিভিন্ন কর্মসুচি পালন

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০১৫
  • ৪২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কারাগারে হামলার ঘটনা সম্পর্কে বিএনপি দাবী করছে-জিকে গউছকে হত্যা করতেই পূর্ব পরিকল্পিতভাবে ইলিয়াছকে দিয়ে এ হমলার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি হরতালসহ বিভিন্ন কর্মসুচি পালন করে।
কারাবন্দি হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের উপর কারাগারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে হবিগঞ্জে হরতাল পালিত হয়েছে। গত রবিবার বিএনপি ও অঙ্গ সংগঠনের আহ্বানে এই হরতাল পালিত হয়। তবে ঈদের পর দিন জনদুর্ভোগের কথা বিবেচনা করে পরে কর্মসূচি সংক্ষিপ্ত করে অর্ধ দিবস হরতাল পালিত হয়। হরতাল চলাকালে শহরের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিকেটিং, পথসভা ও মিছিল করেছে।
শায়েস্তানগর পয়েন্ট ঃ শায়েস্তানগর পয়েন্টে হরতালের পিকেটিং করেছেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সৈয়দ রিয়াজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদ, সরদার আব্দুল হক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, কাউন্সিলর লাভলী সুলতানা, নুরজাহান বেগম, মোঃ আজম উদ্দিন, নুরুল ইসলাম নানু, নাজমুল হাসান বাচ্চু, আব্দুল্লাহ হিল কাফি, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, সদর থানা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, জেলা কুষকদলের দপ্তর সম্পাদক আবু ছালেক, ছাত্রদল নেতা হারিছ চৌধুরী, শাহ রাজীব আহমেদ রিংগন, সাইদুর রহমান কুটি, এডভোকেট গুলজার খান, খালেদুর রশিদ ঝলক, রফিকুর রহমান রফিক, রবিউল আলম রবি, শাহজান মিয়া, হাবিবুর রহমান হাবিব, শেখ মোঃ শাহীন, তৌফিকুল ইসলাম রুবেল, গোলাম মাহফুজ নয়ন, শরিফ ঠাকুর, মিদুল চৌধুরী, রায়েদ চৌধুরী রিংকু, আলতাফ হোসেন প্রিন্স, সেলিম মিয়া, আব্দুল হক, অজিত দাস, বিকাশ দাস প্রমুখ।
কোর্ট স্টেশন পয়েন্ট ঃ কোর্ট স্টেশন পয়েন্টে হরতালের পিকেটিং করেছেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, এম জি. মোহিত, যুবদলের কেন্দ্রীয় সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল ইসলাম মিজান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, যুবদল নেতা ফারুক আহম্মদ, দেলোয়ার হোসেন দিলু, কামাল সিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, মর্তুজা আহম্মদ রিপন, আলমপনা চৌধুরী মাসুদ, আরিফে রব্বানী টিটু, এডভোকেট খোকন চৌধুরী, আব্দুল আহাদ আনছারী, আবিদুর রহমান বুলবুল, পাপন চৌধুরী, সাইফুল ইসলাম রাজ, আলী মোহাম্মদ ইউসুফ, নুরুল হক লিটন, রাসেল মোল্লা, সাফী চৌধুরী, মেরাজ মিয়া, এমদাদুল হক হিরু, শাহ আলম হোসেন, রেজাউল করিম ফারুক, আব্দুল কায়ুম, জয়নাল আবেদিন, ফুল মিয়া প্রমুখ।
হরতাল শেষে এক সমাবেশে এমরান বলেন, কারাগারে জি কে গউছকে হত্যার পরিকল্পনাকারীদেরকে আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অন্যথায় হবিগঞ্জের মানুষের ক্ষোভ-বিক্ষোভের প্রলয়নঙ্করী ঝড়ে অগ্নি লাভা ক্ষমতাসীনদের মসনদকে ছারকার করে দিবে।
চৌধুরী বাজার পয়েন্ট ঃ চৌধুরী বাজার পয়েন্টে হরতালের পিকেটিং করেছেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফতার তনু, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, জেলা বিএনপি নেতা নুরুল আনাম খান টিপু, সদর থানা শ্রমিকদলের সভাপতি সোহেল এ চৌধুরী, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, শেখ মখলিছুর রহমান, শেখ মকসুদ আলী, আব্দুল হামিদ, শুকুর আলী, জাহির মিয়া, জুবেদ আলী, তারেক খান, আল আমিন, আব্দুল গফুর, শেখ মামুন, আব্দুল হামিদ, আব্দুল মান্নান, শেখ রহমত আলী প্রমুখ।
নবীগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ পৌর সভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছ এর উপর কারাগারে হামলার প্রতিবাদে গত শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে নবীগঞ্জ গউছ মুক্তি সংগ্রাম পরিষদ ও যুবদল। শনিবার সকালে কারাগারে অবস্থানরত জিকে গউছ সাজাপ্রাপ্ত কয়েদীর হামলায় গুরুতর আহত হওয়ার খবর পৌছলে তাৎক্ষনিক ভাবে উক্ত মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়কে প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। গউছ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনর উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন ও নুরুল আমীনের পরিচানায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি মোর্শেদ আহমদ, উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাওঃ শুইয়াবুর আহমদ চৌধুরী, আব্দুল আলীম ইয়াসিনী, সাহেব আলী, আব্দুর রকিব, ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, কামরুজ্জামান চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী জুয়েল, শাহ রুহেল প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, যে সরকারের আমলে কারাগারে থেকে মানুষের নিরাপত্তা নেই, সেই সরকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এই সরকার মেয়র আলহাজ্ব জিকে গউছকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই তারা সাজাপ্রাপ্ত কয়েদীকে দিয়ে তাকে হত্যা করার জন্য আঘাত করিয়েছিল। তার জন্য দেশবাসী তথা হবিগঞ্জ বাসীর জন্য দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com