শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

যাকাতের টাকা বন্টনে রয়েছে ইসলামী নির্দিষ্ট নিতিমালা

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

মহান আল্লাহ তা’আলা বলেন, যারা যাকাত দেয় তারা সফলকাম। মোমিন বান্দা অবশ্যই হিসাব করে যাকাত দিবে। বিনা হিসেবে টাকা বন্টন করলে যাকাত আদায় হবে না। আল্লাহ পাক বলেন,  আল্লাহ তাদের স্বীয় অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপনতা করে তারা যেন এমন ধারণা না করে কার্পন্য তাদের জন্য মঙ্গল হবে। বরং এটা তাদের জন্য নিতান্তই ক্ষতির কারণ হবে। যাতে তারা কৃপনতা করে সে সব ধন সম্পদ কিয়ামতের দিন বেড়ি বানিয়ে তাদের গলায় পড়িয়ে দেওয়া হবে। দয়াল নবীজী বলেন, ওই ব্যক্তির জন্য সু-সংবাদ যে যাকাত ও উশর প্রদান করে। কিয়ামতের দিন সব ধরনের আজাব থেকে সে সুরতি থাকবে। কবরের আজাব থেকে নাজাত পাবে। তার দেহ জাহান্নামের জন্য হারাম করে দেয়া হবে। বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে এবং কিয়ামতের দিন সে পিপাসিত হবে না। যাদের নিকট সারে ৫২ তোলা রোপা এবং সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সমপরিমাণ টাকা এক বছর অবস্থান করবে তাকে অবশ্যই ২.৫০ হাতে যাকাত দিতে হবে। যেমন ১ লাখ টাকায় ২৫০০ টাকা দিতে হবে।
যাকাত কাদেরকে দিবেন
১। ফকীর, যাদের নিকট সন্তান-সন্তাাদির প্রয়োজন সমাধা করার মত সম্বল নেই তাদেরকে যাকাত দিবেন।
২। মিসকীন, যারা রিজ হস্ত অযথা যাদের জীবিকা অর্জনের মতা নেই, ভিক্ষা করে।
৩। যাকাত আদায়কারীকে ও দেওয়া যায়।
৪। যাদের অধিক পরিমাণ ঋণ আছে।
৫। যারা আল্লাহর রাস্তায় শক্রদের বিরুদ্ধে জিহাদ করে।
৬। মুসাফির ব্যক্তিকে। হোক সে নিসাব ধারী।
৭। যাকাত দাতার ভাই-বোন, ভাতিজা, ভাতিজীর, ভগ্নিপতি, ভাগনা, ভাগনী, চাচা, চাচী, খালা, খালু, ফুফা, ফুফী, শালা, শালী, শ্বাশুড়ী, জামাই, সৎবাপ, সৎমা ইত্যাদি। (যদি তারা গরীব হয়)।
৮। নিজের ঘরের কর্মচারীকে দেওয়া যায়। তবে বেতন কর্তন করতে পারবেন না।
যাদের যাকাত দেওয়া যায় না
১। যাকে দিবেন সে যেন মালে নেছাব ধারী না হয়।
২। যারা সাইয়্যেদ, হাসানী, হোসাইনী, আলারী, জাফরী।
৩। যাকাত দাতার, মা, বাবা, দাদা, দাদী, পর দাদা, পর দাদী, পর নানা, পর নানী ইত্যাদি।
৪। যাকাত দাতার ছেলে, মেয়ে, নাতি, নাতনি, পোতা, পৌত্রী ইত্যাদি।
৫। দাতার স্বামী বা স্ত্রী।
৭। অমুসলিমকে যাকাত দেয়া যায় না।
৮। মসজিদ, মাদ্রাসা বা স্কুল, কলেজ, হাসাপাতাল প্রভৃতি নির্মাণ কাজের জন্য।
৯। মৃত ব্যক্তির কোন কাজের জন্য।
১০। রাস্তা ঘাট, পুল, ইত্যাদি নির্মাণ ও স্থাপন কাজে।
১১। যাকাত দ্বারা বেতন দেওয়া যায় না।
অবশ্যই যাকাত দাতাগণ উপরোক্ত বিষয়ের উপর সম্যক ধারণ রাখতে হবে।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com