শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

আজ ঐতিহাসিক বদর দিবস

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ৪৫৬ বা পড়া হয়েছে

মুফতী এম এ মজিদ
মহান আল্লাহ পাক বলেন, হে রাসুল (সাঃ) আপনাকে আমি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসুল (সাঃ) এর আদর্শে অনুপ্রানিত হয়ে সমাজের মানুষ দলে দলে ইসলামের ছায়ার তলে আশ্রয় গ্রহণ করে। প্রাথমিকভাবে পূর্ব পুরুষদের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ সবার পক্ষে সহজ হয়নি। তৎসময়ের মক্কার বিশিষ্ট নেতৃবৃন্দ নবীজীর বিরুদ্ধে ক্ষেপে উঠে। নবীজী ও ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেরার জন্য আক্রমনাত্বক যুদ্ধের চরম প্রস্তুতি গ্রহণ করে। রাসুল (সাঃ) এক হাজার সজ্জিত যুদ্ধাদের মুকাবেলায় মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে প্রতিরোধের ব্যবস্থা করন। রাসুল (সাঃ) ৪০ বছরের জিন্দেগীতে নবুয়াতী প্রকাশ করার পর কুরাইশদের অত্যাচারে চরমভাবে বেড়ে যায়। দয়াল নবীজী আল্লাহ আদেশে মদীনায় হিজরত করেন। কুরাইশরা পৌত্তলিকদের সাথে সংঘবদ্ধ হয়ে আক্রমন করার পরিকল্পনা করে। ৩১৩ জন মুসলমান মনোবল নিয়ে বদর নামক প্রান্তরে উপস্থিত হয়। কুরাইশরা কাফির বাহিনী এক হাজার সজ্জিত সৈনিক। যুদ্ধের স্থানের নামানুসারে এ যুদ্ধ ইসলামের ইতিহাসে “বদর যুদ্ধ নামে পরিতি” পৃথিবীর ইতিহাসে এ যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এ যুদ্ধ মুসলমানদের জীবনে এক সুদুর প্রসারী প্রভাব বিস্তার করেছি। পাপিষ্ট মুনাফিক দলের সাথে বিশ্বাস ঘাতক ইহুদিরা হযরত মুহাম্মদ (সাঃ) তথা ইসলামের ধ্বংস সাধনের জন্য তীব্র ষড়যন্ত্র শুরু করে। ধর্মীয় ও নাগরিক স্বাধীনতা প্রদান সত্বেও ইহুদীরা কোন দিনই মুসলমানদের প্রতি ভ্রাতৃত্বসূলভ মনোভাব প্রকাশ করেনি। ইসলাম বিদ্বেষী কাফিররা ইসলামের দুর্বার শক্তিকে চিরতনে নির্মল করে দেয়ার জন্য পূর্ব হইে প্রস্তুত ছিল। বদরের যুদ্ধ সরাসরি আল্লাহ পাকের আদশে ছিল। রাসুল (সাঃ) এর মনে চিš-ার উদ্রেগ হয়। তখন আল্লাহর প থেকে ওহী চলে আসে। রাসুল (সাঃ) ওহী পেয়ে সাহাবীদের সঙ্গে পরামর্শ করে ৬২৪ খ্রিষ্টাব্দে ১৩ মার্চ মহানবী (সাঃ) ২২৭ জন আনসার এবং ৮৬ জন মুহাজের মোট ৩১৩ জন সৈন্য নিয়ে মদীনা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণ-পশ্চিম বদর নামক প্রান্তরের বুকে প্রচন্ড সাহস নিয়ে ১০০০ জন মুসজ্জিত কাফের সৈন্যের সামনে দাড়ান। প্রাথমিক মল্ল যুদ্ধের পর কাফির সর্দার আবু জেহেল সহ ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দি হওয়ার মধ্য দিয়ে সুমলমানগণ বিজয় লাভ করে। মুসলমানদের ১৪ জন শহীদ হন। বদরের যুদ্ধ ছোট যুদ্ধ হলেও ইসলামের ইহিতাসে এ যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধ ইসলামের মাইল ফলক। যুদ্ধ বন্দিদের প্রতি মুসলমানদের যে উদার নীতি ব্যবহার করে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com