বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৭:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে একটি লাইটেসে ডাকাতি হয়েছে। এছাড়া আরেকটি যাত্রীবাহী জীপ আটকাতে না পেরে ঢিল ছুড়ে গ্লাস ভাঙচুর করেছে ডাকাতরা। গত রবিবার দিবাগত রাত দুইটার দিকে সড়কের সুটকী ব্রীজের কাছে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বানিয়াচং বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান সিলেট রাগীব-রাবেয়া মেডিকেলে চিকিৎসাধীন তার অসুস্থ মাতাকে দেখতে যান। সেখান থেকে নিজ মালিকানাধীন লাইটেস (ঢাকা-মেট্রো-চ-০২-১৬৮১) যোগে ফেরার পথে রবিবার দিবাগত রাত দুইটার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুটকী ব্রীজের কাছে পৌঁছলে ১০/১৫ জনের মুখোশধারী একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে। এসময় ডাকাতরা লাইটেসের ড্রাইভার বানিয়াচং সদরের আদমখানীর জুয়েল মিয়া (২৫)কে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। এতে তার একটি পা মারাত্মক জখম হয়। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার জুয়েল ও মালিক লুৎফুর রহমানের দুইটি মূল্যবান মোবাইল ফোনসহ নগদ প্রায় ১২ হাজার টাকা লুটে নেয়। ডাকাতদের পিটুনিতে আহত লাইটেস ড্রাইভার জুয়েল জানান, তাদেরকে ডাকাতি করার সময় হবিগঞ্জ থেকে আরেকটি যাত্রীবাহী জীপ বানিয়াচং আসছিল। ডাকাতরা ওই জীপটির গতিরোধ করার চেষ্টা করলে জীপের চালক দ্রুত স্থান ত্যাগ করার সময় ঢিল ছুড়ে। এতে গাড়িটির গ্লাস ভাংচুর হয়।