শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

মাধবপুরে নানা সমস্যায় জর্জরিত মনতলা অপরূপা বালিকা বিদ্যালয়

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ৮৮১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ টিনের ঘর, ভাঙ্গা বেড়া, আসবাবপত্র ও স্থান সংকুলানের অভাব। এসব সমস্যা নিয়েই শিক্ষা কার্যক্রম চলছে মাধবপুর উপজেলা মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ ভাঙ্গা ঘর আর নানা প্রতিকূলতার মধ্যে পাঠদান হলেও পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক। বিগত ৪ বছরে জেএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বিদ্যাপীঠটি। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে, বিদ্যালয়ের প্রতি তেমন নজর নেই প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের।
শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া ওই এলাকার নারী শিক্ষা প্রসারের জন্য এলাকারই ডিগ্রী পাশ করা দুই যুবকের প্রচেষ্টায় ১৯৯৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তাদের উদ্যোগকে তখন অনেকেই অবহেলার চোখে দেখেছে। কারো কারো প্রতিহিংসাও হয়েছে। কিন্তু ধীরে ধীরে বিদ্যালয়টি জুনিয়র থেকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। ১৯৯৩ সালে বিদ্যালয়টি পাঠদানে স্বীকৃতি লাভ করে। ২০০১ সালে জুনিয়র বিদ্যালয়ের একাডেমিক স্বীকৃতি পায়। ২০১০ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভূক্ত হয়ে ২০১৫ সালে জুনিয়র থেকে পূর্ণাঙ্গ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে স্থান করে নিলেও এখনো পর্যন্ত বিদ্যালয়টিতে সরকারিভাবে কোনো অবকাঠামো গড়ে উঠেনি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় টিনের ঘরে ছাত্রীরা ঠাসাঠাসি করে দাঁড়িয়ে পাঠদান করতে হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান বাহার বলেন, বিদ্যালয়টিতে আসবাবপত্র, বিদ্যুৎ, সুপেয় পানি ও লাইব্রেরীসহ অন্যান্য অসুবিধা থাকায় ছাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে। প্রধান শিক্ষক মোশারফ হোসেন খান পলাশ জানান, প্রতিষ্ঠার পর থেকে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বালিকা বিদ্যালয়টি এগিয়ে চলছে। এখন এ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ৪শ ছাত্রী নিয়মিত অধ্যয়ন করছে। বিগত ৪ বছর জেএসসি পরীক্ষায় শতভাগ উর্ত্তীণ হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে প্রতিশ্র“তি দিয়েছেন। আশা করা যাচ্ছে তাঁর আন্তরিক সহযোগিতায় সরকারিভাবে ভবন ও অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com