শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জে বিদায় সংবর্ধনায় জেলা প্রশাসক ॥ ভালবাসার টানে বার বার ছুটে আসব আপনাদের পাশে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫
  • ৪৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জে আমার প্রথম যোগদান ছিল। কর্মরত থাকা অবস্থায় চেষ্টা করেছি দুর্নীতি, সন্ত্রাসবাদ ও ফরমালিনমুক্ত করে হবিগঞ্জকে সাজাতে। হবিগঞ্জ তথা নবীগঞ্জের মানুষকে আমি খুব ভালবাসি। সেই ভালবাসার টানে বার বার ছুটে আসবো, প্রয়োজনে আপনারাও যাবেন। যেখানেই থাকি আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে হল রুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপত্বিতে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জের সাবেক ও বর্তমান বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ রথীন্দ্র দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবিদ আলী, উপজেলা প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন। বিদায়ী প্রধান অতিথি আরও বলেন, আমার স্বপ্ন ছিলো বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ স্বরূপ হবিগঞ্জে কিছু একটা করবো। নবীগঞ্জের আউশকান্দি স্কোয়ারে মুক্তিযুদ্ধের একটি স্মারক তৈরী করার উদ্যোগ নেয়া হয়েছিল। যা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সম্মান করেন না, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা হতে পারে না। তিনি বলেন নিজের জন্য নয়, মানুষের কল্যাণে আজীবন কাজ করতে চাই। এ জন্য সকলের নিকট দোয়া কামনা করেন তিনি। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদসহ বিভিন্ন প্রতিষ্টান ও দপ্তরের পক্ষ থেকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়। পরে বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন উপজেলার আউশকান্দি এলাকায় বিয়াম স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com