মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

জেলা প্রশাসক আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টে হবিগঞ্জ দল চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০১৫
  • ৭৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক আন্তঃজেলা ফুটবল টূর্ণামেন্টে মৌলভীবাজারকে ১-০ গোলে হারিয়ে হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ আধুনিক ষ্টেডিয়ামে এ টূর্ণামেন্ট সম্পন্ন হয়। প্রাণফ্রটোর সৌজনে ও বিজলি ক্যাবলস এর সহযোগিতায় ৮টি জেলাকে নিয়ে আন্তঃজেলা ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করে। বিকেল ৪টায় হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির খেলোয়াড়দের সাথে করমর্দন করেন। এর পর খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র হয়। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমন ও SAMSUNG CAMERA PICTURESপাল্টা আক্রমনের মধ্য দিয়ে উত্তেজনাপূর্ণ খেলা চলে। খেলার ৪৪মিনিটের মাথায় বদলী খেলোয়াড়া আবদালের আসাধারণ একটি শর্ট গোলবারে লেগে ফেরত আসে। পরবর্তীতে বিদেশী খেলোয়াড়ের শর্টে বল জালে জড়ায়। গোল আনন্দে পুরো ষ্টেডিয়ামে দর্শক উল্লসিত হয়ে পড়ে। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী দিলীপ কুমার বনিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আল আমীন, প্রাণ আরএফএল গ্র“পের পরিচালক ইলিয়াছ মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, হবিগঞ্জ লেডিস ক্লাবের সভানেত্রী মিতা হক, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডঃ মতুর্জ আলী, যুগ্ম সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, ক্রীড়া কর্মকর্তা শহীদুর রহমান লাল, ছালেক আহমেদ। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ, সেরা খেলোয়াড়াসহ অতিথিদের মধ্যে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির।
খেলায় ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন শফিউল ইসলাম শাফি। খেলা পরিচালনায় ছিলেন ফিফার আফিসিয়াল ম্যাচ রেফারি আলী মনসুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com