বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজারের গহিন অরণ্যে থেকে ওসি নির্মলেন্দুর হাতে যেভাবে বন্দি হল বানিয়াচঙ্গের রাজাকার রাজ্জাক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানবতা বিরোধী অপরাধ মামলার গ্রেফতারী পরোয়ানা প্রাপ্ত পলাতক আসামী বানিয়াচঙ্গ উপজেলার কাগাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বড় মিয়া ও বতৃমান চেয়ারম্যান আঙ্গুর মিয়ার চাচাতো ভাই রাজাকার রাজ্জাক এর বিরুদ্ধে গত ১৭ মে গ্রেফতারী পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত। তাকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয় পুলিশকে। কিন্তু গ্রেফতারী পরোয়ানা জারীর খবর প্রকাশের সাথে সাথে আত্মগোপন করে রাজাকার রাজ্জাক। এদিকে তাকে গ্রেফতারে বানিয়াচঙ্গ থানা পুলিশ মাঠে নামে। বানিয়াচঙ্গ থানার চৌকস ওসি নির্মলেন্দু চক্রবর্তী রাজ্জাককে গ্রেফতারে জাল বিস্তার করেন জেলার সর্বত্র। দেশ থেকে যাতে পালাতে না পারে সে জন্য লোক নিয়োগ করেন হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকায়। আর ৪৮ ঘন্টার মধ্যেই ওসি নির্মলেন্দু চক্রবর্তীর জ্বালে আটকা পড়ে রাজাকার রাজ্জাক। নিম্নে রাজাকার রাজ্জাককে গ্রেফতারের বর্ণনা দেয়া হলো।
রাত তখন অনুমান ১২.২০ মিনিট। সংবাদ আসে যুদ্ধাপরাধীর পলাতক আসামী আব্দুর রাজ্জাক ফজরের সাথে সাথে দেশ থেকে পলায়ন করতে পারে। তখন ওসি নির্মলেন্দু চক্রবর্তী খাগাউড়া গ্রামের সদ্য খুন হওয়া ফজর আলী হত্যা মামলার আসামী ধরার জন্য খাগাউড়া এলাকায় অভিযানে। তখন সেখানে অন্য একটি মামলার এজাহার ভুক্ত আসামী একজনকে গ্রেফতার করেন তিনি। তখন রাত অনুমান ০১.০০ টা। বার বার সোর্স জানায়, আসামী রাজ্জাক এখনও ঘরে ঢুকে নি। আতাংগিরি পাহাড়ি এলাকায় অবস্থান করতেছে। ভোর বেলা অবশ্যই চলে যাবে। ওসি সাহেবের সাথে তখন একজন অফিসার ও ৩ জন কনষ্টেবল। আতাংগিরি থানা থেকে অনুমান ৫০/৬০ কিলোমিটার দূরে পাহাড়ী এলাকায়। তথায় সামান্য ফোর্স নিয়ে অপারেশনে যাওয়া ভীতকর। তথাপি সোর্সের সাথে যোগাযোগ করে যুদ্ধাপরাধী মামলার আসামী ধরতে পারার আলাদা আমেদ আছে এবং পুলিশ বিভাগে সম্মান জনক কাজ এবং বিজ্ঞ ট্রাইবুনালের আদেশ পালনার্থে মনস্থিত করেন সাহসী ওসি নির্মলেন্দু চক্রবর্তী। খাগাউড়া থেকে গ্রেফতারকৃত আসামীকে সমজে দিলেন টহল পুলিশের হাতে। অতিরিক্ত পুলিশ সুপার সাহেবের নিকট থেকে অনুমতি চাইলে তিনি তখন এতরাতে যাবেন বলে প্রথমে ইতস্তত করলেন। পাওয়া যাবে এমন নিশ্চয়তা দেওয়ার পর তিনি অন্য জেলায় যেয়ে অপারেশন করার নির্দেশ দেন। ঘরির কাটা তখন রাত ২ টা ছুই ছুই করছে। সঙ্গীয় ফোর্স সহ মৌলভীবাজারের গহনি অরণ্য আতানগিরির উদ্দেশ্যে রওয়ারনা দিলেন ওসি নির্মল। রাস্তায় গাড়ীতে পেট্রোল ভরার সময় সোর্স আবার জানায় আসামী রাজ্জাক আছে নিশ্চিত। তখন ওসি মৌলভী বাজারের ওসির সাথে ফোনে কথা বলেন। তাকে জানান-একজন গুরুত্বপূর্ণ আসামী ধরতে তিনি তার এলাকায় আসছেন। ৩/৪ জন ফোর্স রাখার জন্য বলেন। কোথায় যাবেন একথা মৌলভীবাজারের ওসি সাহেব জানতে চাইলে তিনি জানান আতাংগিরি এলাকায়। তখন মৌলভী বাজারের ওসি বলেন অনেক দূরে পাড়ারের নির্জম এলাকা। তাছাড়া থানা থেকে এর দুরত্ব অনুমান ১৬/২০ কিলোমিটার। তখন তিনি কিছুটা ইতস্ত করলেন। ওসি নির্মলেন্দু চক্রবর্তী বললেন গুরুত্বপূর্ণ খুনের মামলার আসামী। কয়েক বার কল করার পর ওসি মৌলভী বাজার এএসআই শাহীন সহ ৩ জন ফোর্স দিলেন। ওসি নির্মলেন্দু রওয়ানা দিলেন তখন রাত অনুমান ৩ টা। সোর্সের জন্য আলাদা গাড়ী এবং ওসি থানার নিজের গাড়ী নিয়া ঢাকা-সিলেট পথ ধরে প্রায় ৪০/৪৫ কিলোমিটার যাবার পর আতাংগিরি পৌছেন। সরু অলিগলি নির্জন পথে সংকিত অবস্থায় ভোর রাত্রে আতাংগিরি স্কুলের পাশে গিয়ে গাড়ী থামে। পূর্ব থেকে নির্দেশ মত সোর্সকে সেখানে পাওয়া যায়। তখন কাছেই মসজিদে আযানের শব্দ শুনা যায়। লোকজন উঠতে থাকে। একজন লোক ওসিকে সিভিলে দেখে জিজ্ঞাসা করেন এখানে কেন। তখন সুচতুর ওসি নির্মলের জটফট উত্তর বোর্ডে এসেছিলেন। (পাশেই জুয়া খেলার বোর্ড রয়েছে। এটা জানা ছিল ওসি নির্মলের।) কথাটা বুঝতে পেরে সে চলে যায়। লুকিয়ে রাখা হয় থানার গাড়ীটি। সকাল হওয়ার পূর্বেই কাজ সারতে হবে। তাই সোর্সেকে নিয়ে উচু নিচু পাহাড়ের গিরিপথ ধরে আরো ২ কিলোমিটার হাটেন পুলিশ দল। সকাল হয় হয় অবস্থা। এমন সময় নির্দিষ্ট স্থানটিতে তারা পৌছেন। হানা দিয়ে একজনকে ধরে ফেলেন। ওই সময় মৌলভী বাজার থেকে আসা এএসআই শাহীন ওসি সাহেবের সাথে সাহসের পরিচয় দেন। নাম জিজ্ঞেসের সাথে সাথে সে জানায় তার নাম রাজ্জাক। মুখে দাঁড়ি থাকায় সবাই এক সাথে বলে উঠে অভিযান সফল। পাহাড়ের ভিতর কিছু লোক টের পেয়ে যায়। চতুর্দিকে খবর পেয়ে লোক জড়ো হতে থাকে। সফল ওসি নির্মলেন্দু আসামী নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে আসার চেষ্টা করলেও পারেন নি। কারণ ওসি সাহেব সাদা পোশাকে। কয়েক জন পথচারী সামনে দাড়ায়। তখন পুলিশ পরিচয় দিয়ে আসামী বলায় কিছুটা রক্ষা পেলেও লোকজন আসতে থাকে। তখন এলাকার জনৈক মেম্বার সহ কয়েক জন সহায়তা করেন। ধৃত আসামী রাজাকার রাজ্জাক পুলিশ পরিচয় পাওয়ার সাথে সাথে তথমত খায় এবং তার ভাবতে অবাক লাগে এত গভীর পাহাড়ী এলাকায় পুলিশ কিভাবে আসল। রাজ্জাক কাঁপতে থাকে এবং স্বীকার করে সে একজন পলাতক আসামী। (চলবে………….)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com