শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ॥ ক্ষমতার অপ-প্রয়োগ কখনও শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক হতে পারেনা

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে কৌশলী হতে হবে। সকল শ্রেণী-পেশার মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন এবং কৌশল প্রণয়নে অবশ্যই সহনশীল হতে হবে। ক্ষমতার অপ-প্রয়োগ কখনও শান্তি এবং স্থিতিশীলতার জন্য সহায়ক হতে পারেনা। নাশকতা ও মাদক নির্মূলে কমিউনিটি পুলিশকে কাজে লাগাতে হবে। পুলিশ ও জনতার সেতু বন্ধন ছাড়া কখনও আইনশৃঙ্খলার উন্নয়ন সম্ভব নয়। অহেতুক মানুষকে হয়রানী করে অবৈধ উপার্জন, পরিবার ও পদবীর জন্য স্বস্তিদায়ক হয়না। সার্বিক স্থিতিশীলতায় জনপ্রতিনিধি, মিডিয়া এবং সচেতন মহলের ভূমিকা অত্যন্ত জরুরী। দায়িত্ব পালনে পুলিশকে দালাল মুক্ত, প্রভাব মুক্ত মানসিকতা নিয়ে কাজ করতে হবে। অন্যথায় জন-জীবনকে শৃঙ্খল রাখা সম্ভব হবেনা। গতকাল বিকালে সার্ভিস ডেলিভারী সেন্টার ও বিদায়ী ওসি মোঃ লিয়াকত আলীকে দেয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ কোন ব্যক্তি বা গোষ্ঠীর নয়। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীদের নৈতিক দায়িত্ব। চোর, ডাকাত ও মাদকের বিরুদ্ধে তিনি সকলকে সচেতন থাকার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল বাতেন খাঁন। ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার মোঃ সাজিদুর রহমান। বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী কর্মরত থাকাবস্থায় সহযোগিতার জন্য পুলিশ সুপার, উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার নেতৃবৃন্দ এবং থানায় কর্মরত অফিসারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি নবাগত ওসিকে সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান জানান। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলীকে একজন দক্ষ অফিসার হিসেবে অভিহিত করেন এবং নবগত ওসিকে দায়িত্ব পালনে সচেতন থাকার আহবান জানান। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, দৈনিক মানবজমিন ষ্টাফ রিপোর্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ পৌর কাউন্সিলর এটিএম সালাম, যুগান্তর প্রতিনিধি সরওয়ার শিকদার, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, যুবলীগ নেতা মহিবুর রহমান প্রমূ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com