মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

নবীগঞ্জের আউশকান্দির বকুল মেম্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫
  • ৪৮৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নবীগঞ্জের আউশকান্দির জনপ্রিয় ইউপি সদস্য ও ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি বদরুল ইসলাম বকুলকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে গতকাল বুধবার বেলা ২টা ৩০ মিনিটে আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ঈমামতি করেন, উপমহাদেশের প্রখ্যাত পীরে কামিল হযরত ফুলতলী ছাহেব কিবলাহর সুযোগ্য উত্তরসূরী আল্লামা ফখরুদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। জানাজা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, বিশিষ্ট আইনজীবি এডভোকেট আবুল ফজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাপার সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডভোকেট মুজিবুর রহমান কাজল, ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, ইউপি সদস্য সুজন মিয়া, বাংলাদেশ মানবাধীকার কাউন্সিল বামাকা উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক সার্জেন্ট (অবঃ) মিরাজ আলী, মাওলানা আব্দুল হালিম, ঈমাম খালেদ সাইফুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, মুরাদ আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত, যুবলীগ নেতা শাহগুল আহমদ কাজল, শেখ রাব্বি আহমদ মাক্কু, আব্দুল হামিদ নিকছন, বীর মুক্তিযোদ্ধা জহুর উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কিবরিয়া চৌধুরী, এম মুজিবুর রহমান, বুলবুল আহমদ, আব্দুল মুকিত, আব্দুল কাইয়ুম, রুমেল আহমদ, শিহাব আহমদ প্রমূখ।
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত অনুমান সোয়া ১১টায় ঢাকা- সিলেট মহা সড়কের কিবরিয়া চত্ত্বরে মোটর সাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। তিনি ২ছেলে ১মেয়ে ভাই বোন, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com