শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

কমান্ড্যান্ট মানিক চৌধুরী’র স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে ২ মার্চের সভা সফলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী’র স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে আগামী ২ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা সফল করার লক্ষে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কমান্ড্যান্ট মানিক চৌধুরীর পরিবারের সদস্যরা। গতকাল বুধবার মানিক চৌধুরীর কন্যা এমপি কেয়া চৌধুরীর শহরের ফায়ার সার্ভিস রোডস্থ বাস ভবনে আয়োজিত মতবিনিয় সভায় বক্তব্য রাখেন মানিক চৌধুরীর সহধর্মিণী বেগম রোকেয়া চৌধুরী, কন্যা সংরক্ষিত আসনে এমপি কেয়া চৌধুরী, পুত্র এডঃ সুজন চৌধুরী। মতবিনিয় সভায় কমান্ড্যান্ট মানিক চৌধুরী’র বিভিন্ন সৃস্মি চারণ করে তার সহধর্মিণী রোকেয়া চৌধুরী বলেন, মানিক চৌধুরী’র স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি শুধু আমাদের পরিবারের নয়, এ প্রাপ্তি হবিগঞ্জবাসী তথা বৃহত্তর সিলেটবাসীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনেক সম্মান করেছেন। তিনি আমাকে বুকে জড়িয়ে মানিক চৌধুরীর অনেক স্মৃতি চারণ করেন। মানিক চৌধুরীর স্মৃতি ধরে রাখতে আমাদের কন্যা কেয়া চৌধুরী’র তার পিতার প্রাপ্ত সম্পতি থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর ও কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্মৃতি পাঠাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি ২ মে হবিগঞ্জ জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠান সফল করার জন্য হবিগঞ্জের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় এমপি কেয়া চৌধুরী বলেন আমার বাবা জীবিত থাকাকালে সব সময় বলতেন, একদিন এদেশে যুদ্ধপরাধীদের বিচার হবে। একদিন মুক্তিযোদ্ধার সন্তানরা উপযুক্ত সম্মান পাবে। আজ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। মুক্তিযোদ্ধার সন্তানদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপযুক্ত সম্মান দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ১৯৭৪ সালে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে থেকে কৃষি পদক পেয়েছিলেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদক দিয়ে আমাদের সম্মানীত করেছেন। এতে আমি মনে করি প্রধানমন্ত্রী এ পদক দিয়ে আমাদেরই শুধু নয়, হবিগঞ্জবাসী তথা সিলেটবাসীকে সম্মানীত করেছেন। তিনি বলেন, আমি পারিবারিক ভাবে যে সম্পত্তি পেয়েছি সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘর ও কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্মৃতি পাঠাগার গড়ে তুলতে চাই। এ জন্য আমি সকলের কাছে সহযোগিতা কামনা করছি। মতবিনিয় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আমির হোসেন, দৈনিক সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্রাচার্য্য রিংকু, হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী, এসএ টিভির প্রতিনিধি মোঃ আব্দুর রউফ সেলিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com