শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞজ্ েবেলাল হত্যাকান্ডের পিছনের ঘটনা

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৪৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-আইনগাঁও সড়কে সিএনজি (অটো রিক্সা) চলাচল পরিচালনার জন্য প্রায় আউশকান্দি মালিক সমিতি আড়াই বছর আগে ম্যানোজর হিসেবে মাইজগাওঁ এলাকার মুনসুর মিয়া, নোয়াপাড়া গ্রামের ফারুক মিয়া, দুলাল মিয়াসহ ৪ জনকে দায়িত্ব প্রদান করেন। ওই সড়কে প্রচুর সিএনজি চলাচল করায় ম্যানোজারগণ আর্থিক ভাবে লাভজনক হওয়ায় লোভ আসে একই গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে সামছু মিয়াগংদের। তাদের সাথে যোগদেন খনকারীপাড়া গ্রামের ছাত্রনেতা রায়েছ চৌধুরীসহ আরো অনেককে। প্রায় বছর খানেক ধরে তারা দলবদ্ধ ভাবে ওই ষ্ট্যান্ডের ম্যানেজারি আনার জন্য আউশকান্দি মালিক সমিতির নিকট ধর্ণা দেয়। এতে কোন ফল না পেয়ে সিএনজি চলাচলে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এনিয়ে ২০১৩ সালে সামছু মিয়ার ভাই ভুট্রো মিয়া এবং আফাজ উদ্দিন আফাই বাদী হয়ে পৃথক দু’টি মামলা করে ম্যানেজার ফারুকসহ কয়েক জনের বিরুদ্ধে। এনিয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। শালিস বৈঠকের সিদ্ধান্ত বার বার অমান্য করার অভিযোগ রয়েছে সামছু ও তার সহযোগিদের বিরুদ্ধে। সর্বশেষ গত ১৫ মার্চ শালিস বৈঠক হয় নবীগঞ্জ ওসমানী রোডস্থ মিনি বাস মালিক সমিতির অফিসে। ওই শালিসে সিদ্ধান্ত হয় সামছু মিয়া গংদের মামলা আদালত থেকে প্রত্যাহার সাপেক্ষে সপ্তাহে দু’দিন তারা ম্যানোজারি করবে। বাকী ৫ দিন ফারুক মিয়া গংরা ম্যানোজার হিসেবে দায়িত্ব পালন করবেন। ওই সিদ্ধান্ত মোতাবেক সামছু মিয়া গংরা কয়েক দিন দায়িত্বও পালন করলেও মামলা প্রত্যাহার কালক্ষেপন করেন। এক পর্যায়ে বিচারের শালিসগণকে জানিয়ে গত ১২ এপ্রিল ম্যানেজার মুনসুর, ফারুক ও দুলালগংরা সামছু মিয়াগংদের আর ম্যানেজারি করতে না দেয়ায় বিরোধ দানা বেধে উঠে। স্থানীয় সুত্র জানায়, এরপর থেকেই সামছু মিয়া ও রায়েছ চৌধুরীগংরা ওই সড়কে চলাচলরত সিএনজি গুলোকে চলাচলে বাধা সৃষ্টি করে। গত ২৫ এপ্রিল দুপুরে ষ্ট্যান্ডে খবর আসে সামছু ও রায়েছ গংরা বরাকনগরস্থ বাসার সামনে একটি যাত্রীবাহি সিএনজি আটক করেছে। খবর পেয়ে ষ্ট্যান্ডের শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সামছুর লাকড়ির ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ড সম্পর্কে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। সংঘর্ষে সামছু মিয়ার ভাই লিংকন, ফারুক মিয়ার বড় ছেলে হেলাল মিয়া এবং ছোট ছেলে বেলাল মিয়া (নিহত)সহ কয়েক জন আহত হয়। এদের মধ্যে লিংকন এবং হেলালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয় পক্ষই নবীগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। শনিবার রাতেই সামছু মিয়াগংদের পক্ষের মামলা এফআইআর হিসেবে গণ্য হয়। ওই মামলায় নিহত বেলাল মিয়াও আসামী ছিল। এদিকে বড় ভাই হেলালকে দেখে সিলেট থেকে রবিবার দুপুরে বেলাল মিয়া পরিবারের লোকদের নিয়ে বাড়ি আসেন। বিকাল প্রায় ৫টার দিকে গাড়ী ভাড়া এবং সিলেটে অবস্থানরত পিতা ফারুক মিয়াকে বিকাশে টাকা পাঠানোর জন্য শহরের শেরপুর রোডস্থ মা-হোটেলের সামনে এসে শ্রমিক ও পুলিশের সংর্ঘষ দেখে রাস্তার এক পাশে দাড়িয়ে থাকে বেলাল মিয়া। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে নির্বিঘেœ চলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com