বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাহুবলে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বর্ষবরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৪১৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজন ও নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। দিনব্যাপি আয়োজনের মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলার নন্দনপুরস্থ খইরুন্নেছা লতিফ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, পিঠা উৎসব, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা লুৎফুর রহমান (ফুল মিয়া)। প্রধান অতিথি ছিলেন প্রফেসর নিখিল ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাংবাদিক নূরুল ইসলাম মনি, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরঞ্জন সাহা নিরু, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য, মোঃ আব্দুল বাছিত, নূর ইসলম তালুকদার, আব্দুল জব্বার। বক্তব্য রাখেন শামীম আহমেদ, জহুরুল ইসলাম সোহাগ, বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর এমডি মনিরুল ইসলাম শামীম, ডা. শ্যামল এন্দ্র, ডা. স্বপন দত্ত, জাহির আহমেদ, রেজাউল কবির, জিতু অন্তর্দেশী, খইরুন্নেছা লতিফ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর পরিচালক সাইফুর রহমান জুয়েল, মাওলানা আবু সালেহ, জালাল আহমেদ, তছলিমা আক্তার, নাজমা আক্তার, সুমা আক্তার, লাভলী আক্তার, লিমা আক্তার, তমা দত্ত, সীমা আক্তার, আলক ভট্টাচার্য্য ও ছাত্রী শিল্পী আক্তার প্রমুখ। এছাড়াও মিরপুরস্থ সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল-এর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ-এর প্রধান নির্বাহী দীলিপ কুমার বণিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হক, বাহুবল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ।
এছাড়াও বাহুবল উপজেলা প্রশাসন, কিশলয় কিন্ডারগার্টেন, বাহুবল আনন্দননিকেতন, সৃজনবিদ্যাপীঠ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বর্ষকে বরণ করে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com