বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

কামারুজ্জামানের বেড়ে ওঠা

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০১৫
  • ৪০২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মুহাম্মদ কামারুজ্জামান জন্মগ্রহণ করেন এখনকার শেরপুর জেলায় যা তখন ময়মনসিংহ জেলার জামালপুরের অন্তর্গত একটি থানা ছিল। ১৯৫২ সালের ৪ঠা জুলাই তিনি বাজিতখালি গ্রামে এক কৃষকের পরিবারে জন্ম নেন। কিন্তু যে গ্রামে তার জন্ম সেই গ্রামটির মানুষের মধ্যে মুহাম্মদ কামারুজ্জামান সম্পর্কে কোন ধারণা ছিলনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকার কারণেই গ্রামের মানুষের কাছে তিনি পরিচিত হয়েছেন। ওই গ্রামের বাসিন্দা আবদুল হালিমের মতে যুদ্ধের সময়ে মুহাম্মদ কামারুজ্জামানের কর্মকান্ডের কারণেই গ্রামের মানুষসহ সবার কাছে তিনি পরিচিত হয়ে উঠেন। আবদুল হালিম বলেন, তাকে ওইভাবে মানুষ আসলে চিনতো না। একদম সাধারণ মানুষ হিসেবে চিনতো। বয়সও কম ছিলো, স্কুলে পড়ছে। স্কুল থেকে পাশ করে কলেজে পড়ছে। কলেজে থাকা অবস্থাতেতো বাইরে বাইরে থাকতেন। যুদ্ধকালীন অবস্থায় তাকে মানুষ চিনছে। বদর বাহিনীর কমান্ডার ছিলেন। ওইসময়ই সর্বস্তরের মানুষ তাকে চিনছে। শেরপুরেই কামারুজ্জামানের বেড়ে উঠা। গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। ইন্টারমিডিয়েট পাশ করেন ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে। কলেজে থাকা অবস্থায় তিনি জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রসংঘের সাথে জড়িত হন। একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় মুহাম্মদ কামারুজ্জামান জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রসংঘের ময়মনসিংহ জেলার সভাপতি ছিলেন। এবং ওই সময় ওই অঞ্চলের আলবদর বাহিনীর মূল সংগঠক হিসেবে কাজ করেন। ওই অঞ্চলের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন রণাঙ্গন থেকেই তিনি শুনেছেন মুহাম্মদ কামারুজ্জামান কর্মকান্ডের কথা। তিনি বলেন, আমরা রণাঙ্গন থেকেই শুনেছি উনি মাঝেমধ্যে ময়মনসিংহ থেকে শেরপুরে আসতেন, এসে নির্দেশাবলী দিয়ে যাইতো। কিভাবে কোথায় ধ্বংসযজ্ঞ চালাবে, কোন জায়গায় নির্যাতন করবে। মুক্তিযুদ্ধে এ ধরনের ভূমিকার কথা বরাবরই অস্বীকার করে আসছেন মুহাম্মদ কামারুজ্জামান। তবে রাজনীতিতে তিনি ছাত্রজীবন থেকে সক্রিয় ছিলেন। ইসলামী ছাত্র সংঘ নাম পরিবর্তন করে ছাত্রশিবির হয় ১৯৭৭ সালে। মি: কামারুজ্জামান তখন তার সাধারণ সম্পাদক ও পরে ছাত্রশিবিরের সভাপতি ছিলেন তিনি। এরপর জামায়াতের প্রথম সারির একজন নেতা হিসেবে আবির্ভূত হন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি সাংবাদিকতার সাথেও সম্পৃক্ত ছিলেন তিনি। সোনার বাংলা পত্রিকার সম্পাদক এবং দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি। সংগ্রাম পত্রিকায় তাঁর সহকর্মী হিসেবে কাজ করতেন সালাহউদ্দিন মোঃ বাবর। তিনি বর্তমানে দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। মিঃ বাবর বলেন জামাতের রাজনীতিতে মোহাম্মদ কামারুজ্জামানের অবস্থান সম্পর্কে- পলিটিকালি শার্প ছিলেন ব্যক্তিগতভাবে। উনিতো সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন, তার ভূমিকা যতটা থাকা দরকার ততটাই ছিল। এর বেশি ছিলনা। কারণ জামাততো আমীর নির্ভর পার্টি, মি: বাবর বলেন। ২০১০ সালের ২৯ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের জুন মাসে কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতন, দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী ৭ টি অভিযোগের ভিত্তিতে তার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com