বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

গ্রামীণ স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে সরকার কাজ করছে-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫
  • ৪১৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মুদাহরপুর গ্রামে স্নানঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী বলেছেন- গ্রামীণ স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে। গ্রামাঞ্চলে হাসপাতাল নির্মাণ করে নতুন নতুন ডাক্তার নিয়োগ দেয়া হচ্ছে। এতে করে তৃণমূল লোকেরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। তিনি বলেন-এ সেবাকে আরো এগিয়ে নিতে আমরা জননেত্রীর নেতৃত্বে কাজ করছি। ষড়যন্ত্র করে লাভ হবে না। তারা (ষড়যন্ত্রকারীরা) জনগণের কাছে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন-আমি কাজে বিশ্বাসী। তাই জনগণকে সাথে নিয়ে উন্নয়ন কাজ করে যাচ্ছি।
মঙ্গলবার দুপুরে মা-মনির অর্থায়নে গড়ে উঠা মুদাহরপুর গ্রামে স্নানঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধনকালে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
স্নানঘাট ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন-উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, লেদু মিয়া, মুক্তিযোদ্ধা এনামুল হক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনার সহকারী কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।
আলোচনা পূর্ব ফিতা কেটে এ স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন এমপি কেয়া চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com