মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:১২ অপরাহ্ন

স্বাধীনতা দিবস আমিরুন এন্টারপ্রাইজ টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০১৫
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজারে স্বাধীনতা দিবস আমিরুন এন্টারপ্রাইজ টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর পশ্চিম খেলার মাঠে ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আবুল হোসেন কায়েস এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ সেন। বিশেষ অতিথি ছিলেন শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারি প্রকৌশলী আবুল কালাম, নাজমুল করিম, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ উর রহমান এখলাছ, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন তালুকদার, মোঃ আনু মীর, জাদু মিয়া মীর, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন, আনু মোহাম্মদ সুমন, দৈনিক মানবকণ্ঠের মাধবপুর প্রতিনিধি এস এইচ উজ্জল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম, সাব্বীর আহমেদ, গাজীউর রহমান আব্বাস, খন্দকার জাফর ইমাম বিপ্লব, নাদিম মাহমুদ অন্তর প্রমূখ। খেলায় অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন আয়োজক মহিবুর রহমান পিপলু, আব্দুল হান্নান মীর। খেলায় ফতেহগাজী একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে শাহজীবাজার একাদশ চ্যাম্পিায়ান হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শাহজীবাজার  একাদশ এর খেলোয়ার মো ফয়সল আহমেদ, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন মোঃ আব্দুল মোকাব্বির। খেলায় সর্বোচ্চ রান সংগ্রহকারীকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন মোঃ আব্দুর রশিদ মিয়া। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি একটি টেলিভিশন তুলে দেন। পরে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com