শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

খাগাউড়া গ্রাম পঞ্চায়েত ফান্ডের ২৫ লক্ষাধিক টাকা আত্মসাতের পাঁয়তারা এলাকায় জনসাধারণদের মধ্যে উত্তেজনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের খাগাউড়া গ্রাম পঞ্চায়েত ফান্ডের ২৫ লক্ষাধিক টাকা আত্মসাত করার জন্য একটি কুচক্রী মহল পাঁয়তারা চালাচ্ছে। তাদের প্রতিবাদ করলে ওই কুচক্রী মহলটি গ্রামের নিরীহ জনসাধারণের উপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। পঞ্চায়েতী ফান্ডের টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে খাগাউড়া গ্রামের জনৈক আমিরুল ইসলাম বাদী হয়ে গত ৪ মার্চ বাহুবল মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়, খাগাউড়া গ্রামের শওকত আলী, সহিদ মিয়া, সেকেন্ড মিয়া ও তজমুল মিয়ার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র পঞ্চায়েতের ২৫ লক্ষাধিক টাকা আত্মসাত করার জন্য উঠে পড়ে লেগেছে। গত ৩ মার্চ গ্রামের কিছু যুবক একত্রিত হয়ে তাদের কাছে পঞ্চায়েতের টাকার হিসাব চাইলে ওই কুচক্রী মহলটি প্রতিবাদী যুবক জিল্লুর রহমানকে তার বাড়ি ঘর ঘেরাও করে ব্যাপক মারপিট করে। হামলাকারীরা এসময় তার বাড়িঘর ভেঙ্গে তছনছ করে ফেলে। পরদিন ৪ মার্চ আহত জিল্লুর রহমাানের চাচা আমিরুল ইসলাম বাদী হয়ে বাহুবল মডেল থানায় তজমুল মিয়াকে প্রধান আসামী করে ৩৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের কারণে পরদিন ওই কুচক্রী মহলটি আবার কয়েক শতাধিক দাঙ্গাবাজদের নিয়ে মামলার বাদী ও তার আত্মীয় স্বজনদের বাড়ি ঘরে হামলা চালায়। হামলাকারীরা এসময় দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে ১১ জনকে পিটিয়ে আহত করে। এসময় ২টি বাড়ি ঘরে লুটপাট চালায়। পরে গুরুতর আহত অবস্থায় আহত সাইদুল (২৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদিকে পঞ্চায়েতের টাকা আত্মসাতের অপচেষ্টাকারী শওকত আলীর নেতৃত্বে ওই কুচক্রী মহলটি নিজেদেরকে বাচানোর জন্য আজ বিকেল ২টায় খাগাউড়া জুনিয়র হাই স্কুলে একটি সভা আহবান করেছে। সভা ডাকার প্রেক্ষিতে এলাকার জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে খাগাউড়া গ্রামে ওই কুচক্রী মহলদের সাথে জনসাধারণের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com