বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

প্রশাসনের বাঁধা উপেক্ষা করে বিলে পলো বাওয়ায় ॥ আজমিরীগঞ্জের যুবক পুলিশের গুলিতে নিহত

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ প্রশাসনের বাঁধা উপেক্ষা করে শাল্লার ঘাঘুটিয়া বিলে ‘পলো বাওয়া’কে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে আজমিরীগঞ্জের এক যুবক। এছাড়া পুলিশসহ আহত হয়েছে আরো শতাধিক। গতকাল শনিবার সকাল ১০ টায় শাল্লা থানাধীন ঘাঘুটিয়া বিলে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লার মেঘনাপাড়া মৎস্যজীবি সমিতি ঘাঘুটিয়া বিলটি সরকারের কাছ থেকে ৩বছরের জন্য লীজ গ্রহণ করে। এ বছরই ১ম বার তারা এ বিলটিতে মাছ ধরা শুরু করে। কিন্তু বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ এলাকার লোকজন কয়েকবার বিলে মাছ শিকার করতে যায়। এ বিষয়টি নিয়ে বিলের ইজারাদাররা ৩ থানার প্রশাসনকে নিয়ে তাদের লীজ আনা বিলে পলো না বাওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান। বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ থানা প্রশাসনের পক্ষ থেকে স্ব স্ব থানায় বেশ কয়েকটি সভাও হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ঘাঘুটিয়া বিলে ‘পলো’ না বাওয়ার জন্য এলাকায় মাইকিং করে জন সাধারণকে জানিয়ে দেয়া হয়। প্রশাসনের এসকল বাধা উপেক্ষা করে গতকাল নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচং থানার ৬ থেকে ৭ হাজার লোক মাছ শিকারের জন্য এ বিলে যায়। প্রথমে বিলের পাহারাদারগণ তাদের বাঁধা দেয়। তাদের বাঁধা উপেক্ষা করে লোকজন মাছ ধরতে চেষ্টা করলে বিলের লোকজনের সাথে তাদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে শাল্লা থানার উপজেলা নির্বাহী অফিসার আসিফ বিন ইকরাম, অফিসার ইনচার্জ আনিসুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ থামাতে প্রথমে ৭ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এতে অবস্থার পরিবর্তন না হলে ইউএনও নির্দেশে ১১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় প্রশাসন। সংঘর্ষে পুলিশসহ প্রায় অর্ধশত লোক আহত হয়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আলকাছ মিয়ার ছেলে আবিদুল মিয়া মারা যায়। সংঘর্ষে গুরুতর আহত আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ গ্রামের বাবলু (৩৫)কে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ও শাল্লা থানার এসআই ছালাম, এসএসআই হামিদ, পুলিশ সদস্য আব্দুল আলী, আলী হোসেন, ইমরান হোসেন, সমীরন ও শিবপাশা গ্রামের দিলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান এ প্রতিনিধিকে জানান, বার বার বাঁধা দেয়ার পরও আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও বানিয়াচং থানার ৬ থেকে ৭ হাজার মানুষ লিজ নেয়া ঘাঘুটিয়া বিলে মাছ চুরি করতে আসে। যা খুবই দুঃখজনক। তিনি আরো জানান, এ ঘটনায় পৃথক দু’টি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। বর্তমানে যে কোন পরিস্থিতি এড়াতে উক্ত বিলে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com