বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত শতাধিক পরিবারের ৫৫ একর ভূমি লীজ নিয়ে বিরোধ ॥ সাতাইহাল পূর্বপাড়া সমিতি ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ১২ বছর ॥ ইলিয়াস আলীর জন্য দোয়া চাইলেন তাহসিনা রুশদীর লুনা নবীগঞ্জে লটারির মাধ্যমে হারভেস্টার মেশিন বিতরণের তালিকা নির্ধারণ চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড জেলা ॥ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ বৃন্দাবন কলেজের শিক্ষকের বাসায় চুরি ॥ মালসহ আটক ২ বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি

৭৩ রানে পরাজিত হলো জিম্বাবুয়ে

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্প্টোস ডেস্ক ॥ ৩৭৩ রানের লক্ষ্য। বৃষ্টির কারণে ৪৮ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৩৬৩। জিম্বাবুয়ে সব উইকেট হারিয়ে ৪৪ ওভার ৩ বলে সংগ্রহ করেছে ২৮৯ রান। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ৭৩ রানে। এর আগে গেইলের ঝোড়ো দ্বিশতক ও স্যামুয়েলসের শতকে ভর করে রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
জিম্বাবুয়ে ইনিংস শুরু করার পর দলীয় ১১ রানের মাথায় দুই রান সংগ্রহ করে অউট হয়ে যান রেগিস চাকাবভা। এর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও রানের চাকা সচল রাখার চেষ্টা করে চলেছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।
২৬ রান সংগ্রহ করে সিকান্দার রাজা, ৫ রানে মাসাকাজ্জা, ৩৭ রানে টেইলর, ৭৬ রানে উইলিয়ামস ও ৭১ রান করে এরভিন সাজঘরে ফিরে গেছেন।
জয়ের জন্য প্রথমে ৩৭৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে জিম্বাবুয়ে। তবে দুই ওভার তিন বলে ১৮ রান সংগ্রহ করার পর বৃষ্টির কবলে পড়ে ম্যাচটি। এর প্রায় আধাঘণ্টা পর আবার খেলা শুরু হলে ইনিংস দুই ওভার কমিয়ে ৩৬৩ রান লক্ষ্য বেঁধে দেয়া হয়েছে। মঙ্গলবার ক্যানবেরার ম্যানুকা ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৭২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। টিনাশে পানিয়াঙ্গারার করা প্রথম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান ডোয়াইন স্মিথ।
এর পর গেইল ১৩৮ বল খেলে দুইশত রান পূর্ণ করেন। প্রথমে রানের চাকা ধীরে চললেও মাত্র ৩৩ বল খেলে পরের শত রান তুলে নেন তিনি। এর আগে গেইল ১০৫ বল খেলে তার ক্যারিয়ারের ২২তম শত রানের কোটা পূর্ণ করেন। এ সময় নয় হাজারি ক্লাবেও নাম লেখান এ বাঁহাতি ওপেনার।
তবে ইনিংসের শেষ মাসাকাজ্জার বলে চিগুম্বুরার গাতে ধরা দেন তিনি। স্যামুয়েলস ১৫৬ বল খেলে ১৩৩ রানে অপরাজিত থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com