বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সম্পুর্ণ পুড়ে গেছে

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশন সম্পুর্ণ পুড়ে গেছে। এ সময় আগুনে উপজেলা কৃষি অফিসও আংশিক ক্ষতিগ্রস্থ হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র, ফার্নিচার, আসবাবপত্র, ল্যাপটপসহ সব কিছুই পুড়ে গেছে। অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আবার কেউ কেউ নাশকতা বলে ধারণা করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আশিকুল ইসলাম জানান, আসবাবপত্র, ফার্নিচার ও পাঁচ শতাধিক বইপত্রসহ ৩লাখ টাকা ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফা ইকবাল আজাদ জানান, একটি ল্যাপটপসহ ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা। মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) ফাহ্মিদা ইয়াসমীন জানান, এ অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্রসহ সব কিছুই পুড়ে গেছে। ক্ষতির পরিমান এখনও নিরূপণ করা হয়নি। সূত্র জানায়, রাত পৌনে ৩টায় আগুনের লেলিহান দেখে নিরাপত্তা প্রহরী সাহিদ আলী মোবাইল ফোনে ইউএনওকে খবর দেন। ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে এসে আগুনের ভয়াবহতা দেখে বানিয়াচং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও থানার ওসিকে জানান। ফায়ার সার্ভিস সদস্যরা দু’ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে মহিলা বিষয়ক ও ইসলামিক ফাউন্ডেশন অফিস দুটি আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী উপজেলা কৃষি অফিসও আংশিক ক্ষতিগ্রস্থ হয়। শনিবার সকালে এমপি আবদুল মজিদ খান, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন ও অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তা প্রহরী সাহিদ আলী জানান, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই অফিস করে ভেতরে নিচ দিক থেকে আগুনের লেলিহান ওপরের দিকে ছড়িয়ে পড়ে। ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সুত্রপাত উদঘাটনে একজন ম্যাজিস্ট্রেটসহ ক’জন কর্মকর্তা সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com