মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

স্কুলের ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভায় জেলা প্রশাসক ॥ বিয়াম ল্যাবরেটরি স্কুল জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিয়াম ল্যাবরেটরি স্কুল ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভাপতি জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন- ভবিষ্যতে বিয়াম ল্যাবরেটরি (ইংরেজি ভার্সন) স্কুল জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে এবং স্কুলের শিক্ষার গুণগত মান উন্নয়নে ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে দক্ষ মানসম্পন্ন শিক্ষক নিয়োগ করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা ভবনের ৩য় তলায় স্কুলের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন স্কুল ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক চৌধুরী, এল.জি.ই.ডি নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবু জাকির সেকান্দর, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও টিভি জানালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, স্কুলের অধ্যক্ষ ও সদস্য সচিব সৈয়দা রওশন সুলতানা, ইট প্রস্তুত মালিক সমিতির সভাপতি মোঃ মোতাব্বির হোসেন, বিশিষ্ট ঠিকাদার এম.এ আহাদ, জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী বিশ্বজিৎ পাল, শিক্ষক সত্যজিৎ দাস পার্থ, তরুন কুমার ধর প্রমুখ।
সভাশেষে জেলা প্রশাসক স্কুল ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সদস্যদের নিয়ে জেলা শিল্পকলা ভবন সংলগ্ন নবনির্মিত শ্রেণীকক্ষ ও নির্মাণাধীন বহুতল ভবন এলাকা পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com