বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

১৪-১১-১৩ ইং পত্রিকার সকল সংবাদ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩
  • ৫৩৪ বা পড়া হয়েছে

২০ সহস্রাধিক জনতার সমাবেশ ॥ আশুরা পালনে বাধাদানকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পবিত্র আশুরা পালনে বাধা সৃষ্টিকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারে দাবিতে মিছিল-সমাবেশ করেছে ১০১টি গ্রামের ২০ সহস্রাধিক জনতা। অন্যথায় থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন কেন্দ্রীয় মহরম উদযাপন কমিটি। গতকাল বুধবার সদর উপজেলার সুলতানসি মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসকের কাছে কেন্দ্রীয় মহরম উদযাপন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আমজাদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলসহ আশুরা পালনকারীরা স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন, সৈয়দ হাছান ইমাম হোছাইনি চিশতি, সৈয়দ গোলম নবী হোছাইনী, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, কেন্দ্রীয় মহরম উদযাপন কমিটির সাহিত্য ও গবেষনা সম্পাদক মইনুল হাসান দুলাল। সভায় বক্তারা বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভূয়া এপিএস পরিচয়দানকারী, মাদক সম্রাট  ও ভূমিদস্যু তাজুল ইসলাম এবং তার সহযোগীরা আশুরা পালনে বাধা সৃষ্টি করছে। তারা বলেন, ইতিপূর্বে নানা অপকর্মের জন্য রুমেলকে র‌্যাব-৯ গ্রেফতার করে। সভায় জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, আশুরায় বাধাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আইন-শৃংখলা রক্ষায় প্রশাসন কঠোর পদপেক্ষ গ্রহন করবে।
জানা যায়, আশুরা পালনে বাধাদানকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার সকালে জেলা শহরে বিক্ষোভ-সমাবেশের ডাক দেয় স্থানীয়রা। এ খবর পেয়ে জেলা প্রশাসক ও প্রশাসনের লোকজন পরিস্থিতি শান্ত করতে সমাবেশে এসে উত্তেজিত লোকদের আশ্বস্থ করেন। এদিকে সমাবেশের আগে জেলার বিভিন্ন গ্রাম থেকে শতশত আশুরা ভক্ত মিছিল নিয়ে আসে এবং তারা রুমেলের কুশপুত্তলিকা দাহ করে।
উল্লেখ্য ১৯৫০ সাল থেকে প্রাচীন তরফ রাজ্যের রাজধানী (বর্তমানে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানসি গ্রাম) সুলতানসির রাজা মহাকবি সৈয়দ সুলতানের আমল থেকে ১ মহরম থেকে ১০ মহরম পর্যন্ত মাজার এলাকায় জুতা খুলে চলাচল করেন। এ নিয়ে আশুরা পালনকারীদের সাথে রুমেল ও তার সহযোগীদের বিরোধ চলে আসছে।

শেষ দিনে জেলার সর্বত্র
শান্তিপূর্ণ হরতাল পালিত
স্টাফ রিপোর্টার ॥ ১৮ দলীয় জোট আহুত হরতালের শেষ দিন গতকাল বুধবার জেলার সর্বত্র শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। সকাল থেকে হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে জোট নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। এছাড়া খন্ড খন্ড মিছিলও করতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে শহরে হালকা যানবাহন চলাচল করলেও দুরপাল্লার কোন যান চলাচল করেনি। কোথায়ও কোন অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। হবিগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের ও বিভিন্ন সংগঠনের পাঠানো সংবাদ-
শায়েস্তানগর পয়েন্টে ১৮ দলীয় জোটের পিকেটিং
টানা ৮৪ ঘন্টা হরতালের শেষ দিনে শহরের শায়েস্তানগর পয়েন্টে গতকাল হরতালের সমর্থনে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলীয় জোট। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শায়েস্তানগর পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় এক পথসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা এম এ মন্নাফ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মোঃ মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশাহিদ আলী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, হাজী এনামুল হক, সরদার মোঃ আইয়ুব আলী পোদ্দার, এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী, আব্দুল কাদের চৌধুরী সুহেল, মখলিছ উর রহমান তালুকদার, আজিজুর রহমান কাজল, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান আউয়াল, মিয়া মোঃ ইলিয়াছ, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জামায়াত নেতা কাজী মহসিন আহমেদ, নুর”ল আলম খান টিপু, মহবুবুল হক হেলাল, শাহ আলম চৌধুরী মিন্টু, আবুল কালাম আজাদ টিপু, এডভোকেট লিপি আক্তার, এডভোকেট ফতেমা ইয়াসমিন, আলমগীর হোসেন, নাছির উদ্দিন আহমেদ, শেখ আব্বাছ আলী, লুৎফুর রহমান, এহতেশামুল হক শামীম, মাহমুদুল হাসান কিবরীয়া, খলিলুর রহমান শিব্বির, নুররুল ইসলাম নানু, বাচ্চু মিয়া, মর্তুজা আহমেদ রিপন, শাহ আলম, সফিকুর রহমান সিতু, কুতুব উদ্দিন শামীম, সালাউদ্দিন টিটু, মহসিন শিকদার, তুহিন খান প্রমুখ।
হরতালের সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
টানা ৮৪ ঘন্টার হরতালের শেষ দিনে হরতালের সমর্থনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, অর্থ সম্পাদক হাজী এনামুল হক এবং প্রচার সম্পাদক সরদার মোঃ আইয়ুব আলী পোদ্দারের নেতৃত্বে হরতালের পিকেটিং ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মুসলিম কোয়ার্টার মোড়
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে টানা ৮৪ ঘণ্টার হরতালের শেষদিন গতকাল বুধবার হবিগঞ্জের মুসলিম কোয়ার্টার মোড়ে হবিগঞ্জ জেলা বিএনপি’র পিকেটিং, বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল এর সভাপতিত্বে এবং জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম এর পরিচালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ মোতাকাব্বির খান আক্কাছ, জেলা গণদলের আহ্বায়ক মোহাম্মদ আলী মুসা, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক মোঃ শামীম মিয়া, গণদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান রনি, ছাত্রদল নেতা কাজী শামসুল হক শিমুল, মোঃ আবু সায়েম, মোঃ জুবায়ের মিয়া, জেলা গণদলের যুগ্ম আহ্বায়ক আবুল ফজল মামুন প্রমূখ।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর গণদলের সভাপতি আলী রাজা উজ্জ্বল, মোঃ মিলন, মোঃ রুবেল খান, মোঃ আফিল উদ্দিন, গোলাম মোস্তফা, এহতেশামুল হক সোহাগ, আব্দুল মোন্তাকিম, মোঃ ইকবাল মিয়া, আব্দুল গাফফার, মঞ্জুরুল ইসলাম পারভেজ, মোঃ আসিফ, রেদুয়ান ইসহাক, রুবেল মিয়া, কামরুল ইসলাম খোকন, মোঃ বাবুল, মোঃ রাসেল, ফরহাদ আহমেদ, ফয়সল আহমেদ, ইমরান আহমেদ, আব্দুল মোত্তালিব লিটন, মোর্শেদ কামাল আশফাক, মুর্শেদ কামাল আশফাক, আব্দুল মুত্তালিব লিটন, রাজীব আহমেদ হৃদয়, শেখ মঈন, জসীম উদ্দিন, শাহীন, সুমন মিয়া, নূর আলম, জুবায়ের আহমেদ, কাউছার আহমেদ, এমরান আহমেদ, ফজলুল কাদির, নাজিম, জিল্লুর, মাফি মিয়া, আলম, অপূর্ব রায়, রাজু, রাসেল প্রমূখ।
আর ডি হল পয়েন্ট
টানা ৮৪ ঘন্টার হরতালের শেষ দিনে গতকাল হবিগঞ্জ শহরের আরডি হল পয়েন্টে পিকেটিং করেছেন জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, জেলা জাসাস সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা যুবদল নেতা মহিবুর রহমান টিপু, মাওলানা আব্দুল্লাহ হিল কাফী, আবুল কালাম আজাদ টিপু, জামায়াত নেতা মীর জমিলুন্নবী ফয়সল, আব্দুর রব, আমজাদ হোসাইন মনি, বাহাউদ্দিন জাহেদ, আব্দুস সামাদ আজাদ, যুবদল নেতা আব্বাস উদ্দিন, জহিরুল হক সজল, আবুল হোসেন, এডভোকেট মোহাম্মদ আলী সবুজ, নজরুল ইসলাম, সিরাজ মিয়া, মোঃ ইয়াহিয়া, সাইফুল ইসলাম মুন্না, শাহ ফকির নেওয়াজ, আব্দুল করিম, জেলা ছাত্রদল নেতা শাহানুর চৌধুরী সোহান, শাহ অপু, এনামুল, রাল মিয়া, মোঃ সাদী, বাপ্পি চৌধুরী, আরমান চৌধুরী,  আলামিন, সুফল মিয়া, রায়হান, জুয়েল মিয়া, আব্দুল মজিদ, লাল মিয়া, ফজলু মিয়া, মোহাম্মাদ আলী রাসেল, মহসিন প্রমুখ।
জেলা জামায়াতের পিকেটিং ও মিছিল
১৮ দলীয় জোটের আহবানে ৪দিনের হরতালের শেষ দিনে গতকাল জেলা জামায়াতের উদ্যোগে পিকেটিং অনুষ্টিত হয়েছে।
জেলা ভারপ্রাপ্ত আমীর আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারী মাওঃ মুশাহীদ আলী, পৌর আমীর কাজী মহসিন আহমদ ও জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে শহরের শায়েস্থানগর টিএন্ডটি অফিসের সামনে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সাল, সাবেক জেলা শিবিরের সভাপতি শাহ মোঃ আব্দুর রব, জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য আমজাদ হোসেন মনি, মিনহাজ উদ্দীন টনু, আকলু চৌধুরী, সেকুল ইসলাম ও আবিদুর রহমানের নেতৃত্বে শহরের আরডি হলের সামনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিকেটিং করে। বেলা ১১টায় পথসভায় বক্তব্যের শেষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা টিএন্ডটি অফিসের সামনে থেকে মিছিল সহকারে ১৮ দলীয় জোটের মিছিলে যোগদান করেন।
পরবর্তীতে জেলা বিএনপি’র সেক্রেটারী পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আলহ্জ্বা আব্দুর রহমান, সেক্রেটারী মাওঃ মুশাহীদ আলী, জেলা ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমান, পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আহমদসহ ১৮দলীয় জোটের জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের শায়েস্তানগর বাজার থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট, সার্কিট হাউজ রোড, থানার মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুণরায় শায়েস্তানগর বাজারে এসে শেষ হয়।
মিছিল পূর্ব পথসভার বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত আমীর আলহ্জ্বা আব্দুর রহমান বক্তব্য রাখেন।
মিছিলে জামায়াত-শিবিরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর মাওঃ আব্বাস আলী, নায়েবে আমীর ডাঃ খন্দকার তালেব উদ্দীন, সেক্রেটারী আব্দুল জলিল, তাসলিম আলম মাহদী, নজরুল ইসলাম, এডভোকেট হুসনুল আনাম খান, শাহ মোঃ আলাউদ্দীন, শরীফ উদ্দীন, মোঃ মুহিত মিয়া, হাবিবুর রহমান খাঁন,  নাদির শাহ, খুর্শেদ আলী, আব্দুর রাজ্জাক, শামসুদ্দোহা, আশরাফুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, হাফেজ আবু মুসা, আজহারুল ইসলাম, মুস্তাফিজুর রহমান প্রমুখ।
জেলা শ্রমিকদলের পিকেটিং
প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৮ দলীয় জোটের ডাকে ৮৪ ঘন্টা হরতালের শেষ দিনে গতকাল বুধবার সারাদেশের ন্যায় শহরের বানিজ্যিক এলাকায় জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন খানের নেতৃত্বে পিকেটিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পৌর শ্রমিকদলের সহ সভাপতি মোঃ নাছির উদ্দিন, মোঃ আবদাল মিয়া, শামিল খান, সোহান খান, মোঃ রুহান, মোঃ মজিবুর রহমান, শান্ত মিয়া, কাউছার ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।
জেলা সাংস্কৃতিকদলের পিকেটিং ও বিক্ষোভ
প্রেস বিজ্ঞপ্তি ॥ ৮৪ ঘন্টা হরতালের শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিকদল জাসাদ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুরাতন হাসপাতাল এলাকায় পিকেটিং শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন, জেলা সাংস্কৃতিকদল সিনিয়র সহ সভাপতি আবু নাছের মোঃ শাহীন, সহ সভাপতি শাহ ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাজল, জেলা সাংস্কৃতিকদল নেতা মোঃ মোতাব্বির হোসাইন (মাস্টার), আতিকুর রহমান চৌধুরী, গাজী লিটন মিয়া, সাইদুর রহমান চৌধুরী, সোহেল আমীন, মাহফুজুর রহমান, সেবুল রহমান, সাইফুর রহমান, মাহির প্রমূখ।
পৌর শ্রমিক দলের পিকেটিং
১৮দলীয় ৮৪ ঘন্টার শেষ দিনে জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমানের নেতৃত্বে পিকেটিং ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। শহর প্রদিক্ষন শেষে পৌর শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ সেলিমের পরিচালনায় অনুষ্টিত সমাবেশ অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ শুকুর আলী, যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ আনছারী রতন, জালাল উদ্দিন, শেখ রহমত আলী, আব্দুল হামিদ, আব্দুল আজিজ, আমির আলী, মোঃ সোহেল আহমেদ, সফর আলী, মোঃ নূরুল হক, আজিজ খান, সৈয়দ মিয়া, বশির মিয়া, আনু মিয়া, সাইদুর রহমান, আবুল কালাম, সমুজ আলী মেম্বার, হুমায়ুন কবীর, শাহ আলম, নাজমুল, জসীম, মন্নান, তানভীর, ছমেদ আলী, হাজী মীর মোঃ শামসু মিয়া, শেখ মকসুদ আলী, শেখ সাগর, মাসুম, আমীন, কদ্দুস, তাহের, সায়েম, মোবাশ্বির আসকির প্রমুখ।
তিনকোনা পুকুড়পাড় পয়েন্ট
টানা ৮৪ ঘন্টার হরতালের শেষ দিনে জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়ালের নেতৃত্বে হরতালের পিকেটিং ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সহ সভাপতি আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান, দপ্তর সম্পাদক আবু ছালেক, কায়সার রহমান, সফিকুল ইসলাম সফিক, মোঃ দুদু মিয়া, রফিক মিয়া, সৈয়দ মশিউর রহমান, নুর উদ্দিন,  সৈয়দ সোহাগ আহমেদ, মাসুদুর রহমান মাসুক, ডাঃ ফজিজুল হক, অরজিৎ দাস, আব্দুর নুর, সৈয়দ আসফাক, সুমন মিয়া, সোহাগ আহমেদ, মামুন খান, নাছির মিয়া, ইসলাম উদ্দিন, আক্তার মিয়া, বিকাশ দাস, রতন দাস, অপু, জহুরুল ইসলাম, সজলু মিয়া, রোমান মিয়া, আব্দুর রউফ, জনাব আলী, উরফ বাবু, শ্যামল মিয়া, আলমগীর প্রমুখ।
হবিগঞ্জে খেলাফত মজলিসের পিকেটিং ও মিছিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৮দলীয় জোট আহুত হরতালে গতকাল হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ছারওয়ার রহমান চৌধূরী শামীমের নেতৃত্বে চৌধূরী বাজার পয়েন্টে খেলাফত মজলিস নেতৃবৃন্দ পিকেটিং করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এহতেশামুল হক শামীম, আবু তাহের, হারুনুর রশীদ, মাহমুদুল হাসান কিবরিয়া, নুরুল ইসলাম  কোহিনুর, মু. হাবীবুল্লাহ, লুতফুর রহমান সেকুল, নজরুল ইসলাম, আজিজুর রহমান, মোস্তাক আহমদ, মু. নুরুদ্দীন, ইকবাল আহমদ দিদার, রাকীব আনছারী, সৈয়দ ফজলে রাব্বী পায়েল, তফসির রহমান, মোফাজ্জল আহমদ, সেরজু, ফারহান আহমদ, মুশফিকুর রহমান, আবুল হোসেন, পেয়ার মাহমুদ প্রমূখ। পরে নেতৃবৃন্দ শায়েস্তানগর পয়েন্টে ১৮ দলীয় জোটের মিছিলে অংশগ্রহণ করেন।
নবীগঞ্জে খেলাফত মজলিসের মিছিল ও পথসভা
১৮ দলের টানা ৮৪ ঘন্টা হরতালের শেষ দিন গতকাল শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছে খেলাফত মজলিস। নবীগঞ্জ পৌরশাখার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক চৌধুরী মাহবুব খান এর নেতৃত্বে পিকেটিং পরবর্তী হরতালের সমর্থনে খেলাফত মজলিস নবীগঞ্জ পৌরশাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বানিয়াচং মোড় থেকে নতুন বাজার মোড়ে ১৮ দলীয় জোটের সাথে মিলিত হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ খালেদ সাইফুল্লাহ খান, সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ তালুকদার, পৌরশাখার সভাপতি মাওলানা আলাউদ্দিন, খেলাফত মজলিস উপজেলা সাংগঠনিক মাওলানা আবু সালেহ জাকারিয়া, খেলাফত মজলিস থানার শাখার প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, ছাত্র মজলিসের থানা সভাপতি আবুসুফিয়ান, মাওলানা হিফজুর রহমান, খেলাফত নেতা মাওলানা রুহুল আমীন, মাওলানা ফজলুর রহমান, পৌর ছাত্র মজলিসের সভাপতি সাইদ আহমদ, মাওলানা ফজলুর রহমান, জাকারিয়া আহমদ, জুনেদ আহমদ, জহিরুল ইসলাম, সামছুল ইসলাম, মোস্তাফা আহমদ, হাফেজ অলিউর রহমান, সেবুল মিয়া প্রমূখ।
নবীগঞ্জ জামায়াত
প্রেস বিজ্ঞপ্তি ॥ ৮৪ ঘন্টার হরতালের শেষদিন গতকাল নবীগঞ্জ শহরের শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সামনে শান্তিপূর্ণ পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত। উপজেলা জামায়াত আমীর মাওলানা আশরাফ আলী ও উপজেলা শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীগঞ্জ নতুনবাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আশরাফ আলী, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওঃ জসিম উদ্দিন, কর্মপরিষদ সদস্য আব্দুল মুকিত পাঠান, প্রভাষক আব্দুল আলী শাহিন, মোজাহিদুল ইসলাম, ইকবাল হোসাইন খান, তারেকুল ইসলাম, আলিমুল ইসলাম তালুকদার, মোফাজ্জল হোসেন, হাফেজ রফিকুল ইসলাম, ওবায়দুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, সামসুল হক, আব্দুল মোন্তাকিম, আঃ মুস্তাকিম, ডাঃ আবুল কালাম আজাদ, মোবাশ্বির আলী, আব্দুল হামিদ, মুহাম্মদ শওকত আলী, সুবীন চৌধুরী, লুৎফুর রহমান, আমীর হোসেন, ওয়ারিদ মিয়া, বেলাল আহমেদ, মোঃ সুমন মিয়া, সাকিন আহমেদ, শিবিরের সাবেক কলেজ সভাপতি শিবলু আহমেদ, আঃ সালাম, আঃ হামিদ, জনি মিয়া, দুলন মিয়া, আব্দুর বাছিত, আমীর হোসেন, ফয়েজ, মোজাহিদ, আজহারুল, ওলি আহমেদ, কামাল হোসাইন, আব্দুল্লাহ আল মাখনুন, লায়েক আহমেদ, ইমরান রাজু, মাহিদুল, আফজল হোসাইন, আবিদ আলী, নাজিম উদ্দিন, জিয়াদ, এম ইফতি তালুকদার, বেলাল আহমেদ, বুরহান গাজী, শিপন মিয়া, এম জুনেদ, ইমন আহমেদ প্রমুখ।
চুনারুঘাটে ১৮ দলীয় জোটের হরতাল পালিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে ৪ দিনের হরতালের শেষ দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গতকাল বুধবার হরতাল চলাকালে ১৮ দলীয় নেতাকর্মীরা পৌর শহরের বিভিন্ন সড়কে পিকেটিং করতে দেখা গেছে। চুনারুঘাট মধ্যবাজার, উত্তর বাজার, দক্ষিণবাজার ও বাল্লা রোডে টায়ার জ্বালিয়েছে পিকেটাররা। উপজেলার কোন সড়কে যান চলাচল করেনি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকাল সাড়ে ৪টায় চুনারুঘাট পৌর শহরে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে চুনারুঘাট মধ্যবাজারে এক সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব হুসাইন আলী রাজন, খাইরুল ইসলাম, মীর সিরাজ, শামছুল হক তালুকদার, মাওলানা ইদ্রিছ আলী,হাফেজ কামরুল ইসলাম, আব্দুস ছামাদ মাস্টার, এখলাছ উদ্দিন তালুকদার, শফিউল আলম সাফি, জামায়াত নেতা এমদাদুল হক চৌধুরী, মীর ছায়েব আলী, বিএনপি নেতা আজিজুর রহমান কাজল, আব্দুল জলিল কাউন্সিলর, টুলু সরকার, দেওয়ান শফিক, ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, আমির আলী লস্কর হেলাল, আব্দুল মতিন, সাইফুল ইসলাম, এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।
বানিয়াচঙ্গে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৮ দলীয় জোট আহুত টানা ৪ দিনের হরতাল বানিয়াচঙ্গে পালিত হয়েছে। হরতালে কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি। ৪ দিনই পিকেটিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। গতকাল শেষ দিনের হরতালেও উপজেলার ৩টি স্পটে পিকেটিং করা হয়। বড় বাজারে ছিলেন, বানিয়াচঙ্গ উপজেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক বিএনপির সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সংগ্রাম কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক খান, জমিয়তে উলামা ইসলামের জেলা সাধারণ সম্পাদ হাজী ফরিদ উল্লাসহ বিএনপি ও অন্যান্য দলের অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গ্যানিংগঞ্জ বাজারে বিএনপির সহসভাপতি মজিবুল হোসেন মারুফ, জামায়াতে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা মজিবুর রহমান, খেলাফত মজলিশ সভাপতি মাওলানা শফিকুর রহমান ও দল গুলোর অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শরীফ উদ্দিন সড়কে ছিলেন, বিএনপি নেতা ও ৩ নং ওয়ার্ড সংগ্রাম কমিটির আহ্বায়ক ধন মিয়া, জামায়াতে ইসলাম নেতা মাওলানা নসিবুর মিয়া ও দল গুলির অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

চুনারুঘাট-মাধবপুর আসনে আওয়ামীলীগের
মনোনয়নপত্র কিনলেন কাদির লস্কর
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামীলীগের বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এর জন্য মনোনয়নপত্র কেনা হয়েছে। গতকাল বুধবার বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী আলহাজ্ব আব্দুল কাদির লস্করের জন্য এ মনোনয়নপত্র কেনেন। মুহুর্তের মধ্যে এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ঝিমিয়ে পড়া আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব ফিরে আসে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আলহাজ্ব আব্দুল কাদির লস্কর মুঠোফোনে জানান, তিনি বিগত ৩০/৩৫ বছর ধরে সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ সর্বস্তরের ভোটারদের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। আগামী নির্বাচনে দল তার প্রার্থীতার ব্যাপারটি বিবেচনা করবে বলে তিনি জানান।

হবিগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের
মনোনয়ন ক্রয় করলেন রাসেলের
প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সংসদ সদস্য মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদের পুত্র নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শরীফ রাসেল মনোনয়নপত্র ক্রয় করেছেন। বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাসেল গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বাহাদুর বেপারীর কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করছেন। এ সময় অন্যান্যের মাঝে তার ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ উপস্থিত ছিলেন।

হাবিবুন-উন-নবীর বাসায় গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের প্রতিবাদে
জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুন-উন-নবী খান সোহেল এর বাসায় গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের শেষদিন গতকাল বুধবার হরতাল সমর্থনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে পিকেটিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কোর্ট পয়েন্টে সকাল থেকে পিকেটিং করা হয়। পিকেটিং শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের কোর্ট পয়েন্ট থেকে শুরু করে স্থানীয় বেবীস্ট্যান্ড মোড় হয়ে আশরাফ জাহান কমপ্লেক্স প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাছ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন দিলু, এ্যাডভোকেট আফজাল হোসেন, আজম উদ্দিন, শামসুল ইসলাম মতিন, আবুল কালাম আজাদ, এস.এম. সোহাগ, আবুল কাশেম, মোঃ সাহাব উদ্দিন, আলমপনা চৌধুরী মাসুদ, সালেহ আহমদ, মোঃ আক্কাছ আলী, আব্দুস সাত্তার রনি, মোঃ ইউনুছ মিয়া, এস.এম. জনি, খায়রুল হাসান কাজল, মহিবুল ইসলাম সোহেল, মনিরুল হাসান হীরা, সাইদুর রহমান, মোঃ নূরুল হক, মোঃ তারা মিয়া, সাইফুর রহমান রিপন, মিজানুর রহমান সোহেল, সাইফুল ইসলাম রাজ, ইকবাল খান, আব্দুল হান্নান সুফল, ইলিয়াছ জাবেদ সোহাগ, হাফিজুর রহমান, রাজীব আহমেদ, শরীফ উদ্দিন লিটন, মোঃ মিলন, আব্দুল আওয়াল মেম্বার, মোঃ হারিছ মিয়া, এস.এম রমজান, আব্দুল হালিম, নূর ইসলাম, শামসুল হক, সাদ্দাম হোসেন, মোঃ বাদল চৌধুরী, ঝুটন রায়, আক্তার মিয়া, আনিসুর রহমান, রাসেল আহমেদ, মোঃ নিয়াজ, আল-আমিন, মোঃ আক্তার মিয়া, আনিসুর রহমান, মোঃ মাহফুজ, লিটন সরকার, শুভ সরকার শুভ, মানিক মিয়া, মরন সরকার, নূরুল ইসলাম, রাসেল মিয়া, মোঃ আজিম উদ্দিন, আরব আলী, গোলাপ মিয়া, শুকুর মোহাম্মদ, লুৎফুর রহমান, শাহআলম, শেখ রাসেল, মাসুম বিল্লা, আলমগীর, মোতালিব মিয়া প্রমূখ।
পথসভায় সভাপতির বক্তব্যে এডভোকেট মোঃ এনামুল হক সেলিম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্থ সহচর রাজপথের পরীক্ষিত সৈনিক স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সভাপতি হাবিবুন-উন-নবী খান সোহেল এর বাসায় শেখ হাসিনার নির্দেশে গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপের নিন্দা জানিয়ে বলেন- গুলি, বোমা, টি.আর গ্যাস মেরে রাজপথের গণআন্দোলনকে কোনভাবেই দমানো যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্দেশে স্বেচ্ছাসেবক জনতা রাজপথে থেকে অবৈধ হাসিনা সরকারের পতন ঘটানোর মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় করেই ঘরে ফিরবে ইনশাল্লাহ।

জেলা যুবদল সভাপতি-সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াসকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছেন ৩নং ওয়ার্ড নবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি সমুজ মিয়া, সাধারণ সম্পাদক ছানু মিয়া ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর যুবদলের সংগ্রামী আহবায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান লেবু, যুগ্ম আহবায়ক যথাক্রমে একে আজাদ লেবু, মোঃ শাহাজান চৌধুরী, স্বপন আহমদ ডন, ফরান আহমদ ছানু, আব্দুস শহিদ ও মিজানুর রহমান মিজান, যুবদলনেতা ফখরুল ইসলাম, মামুন মিয়া, করিম মিয়া, জাবেদ মিয়া, হারুন মিয়া, মজনু মিয়া, শেখ কামাল, সজ্জাদ মিয়া প্রমুখ।

নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী (সোহেল) এর বাসায় ককটেল ও গুলি ছুড়ার প্রতিবাদে নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। ওসমানী রোডস্থ অস্থায়ী কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক শাহানুর রহমান, ফজলুল হক, জাকিরুল ইসলাম, রাসেল, কায়েছ। এছাড়া পৌর স্বেচ্ছাসবক দলের সদস্য শ্যামল দাশ, নয়ন দাশ, নজরুল, দুলু মিয়া, শিবলু চৌধুরী, আলমগীর চৌধুরী, আজাদ, কঠিন সাজু, আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

নবীগঞ্জে তরুণী ধর্ষণ
ধর্ষক ছাবু গ্রেফতার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্থিপুর গ্রামে যুবতী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ছাবু মিয়া (৩২) কে পুলিশ গ্রেফতার করেছে। সে একই ইউনিয়নের বাড়িগাঁও জিয়াপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র। গতকাল বুধবার রাত ৮টার দিকে নবীগঞ্জ থানার ওসি তদন্ত আজমীর হোসেন এর নেতৃত্বে, এএসআই পান্না, এএসআই পায়েলসহ এক দল পুলিশ জিয়াপুর গ্রামে অভিযান পরিচালনা করে ছাবুকে গ্রেফতার করে। ওসি তদন্ত  আসামী গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন,  অপর আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ৫ নভেম্বর গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী স্বস্থিপুর গ্রামের রঞ্জয় সরকারের বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে রঞ্জয় সরকার ও তার স্ত্রীকে বেঁধে তাদের কন্যাকে ধর্ষন করে। এ ঘটনায় ২ জনের নাম উল্লেখ্য করে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আসামীরা হলেন, বাড়িগাঁও গ্রামের ইদ্রিছ আলীর পুত্র ছাবু মিয়া (৩২) ও একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সবুজ মিয়া (২৫)।

নবীগঞ্জে ১৮ দলীয় জোটের বিক্ষোভ
মিছিলে উপজেলা যুবদলের অংশগ্রহণ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি’র নেতৃত্বে ১৮ দলীয় জোটের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে মিছিল সহকারে অংশ গ্রহন করেছে উপজেলা যুবদল। গতকাল বিকালে শহরের ওসমানী রোডস্থ চৌমূহনী থেকে উপজেলা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম এবং সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে জোটের বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, সহ-সভাপতি আব্দুর রকিব, আব্দুল বাছিত রাসেল, আক্তার উদ্দিন, মাহমুদ আহমদ, আখলাকুল হক চৌধুরী বিপ্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক রুহুল আমীন টিটু, আবু বক্কর সিদ্দীকি, ফজলুল হক, নুরুল আমীন, আব্দুল কাইয়ুম, আকিকুর রেজা,  নুর আলী, শাহ জসিম, এমরুল মিয়া, রাসেল আহমদ, আব্দুল হেকিম, শামীম আহমদ মনা, সৈয়দ জুবায়ের আহমদ, জাবির হোসেন লাল, রুপন আহমদ, শাহ হোসেন আলী, শাহজান মিয়া, এমদাদুর রহমান রানা, জিয়াউর রহমান, এমএন মীর্জা, সাহাব উদ্দিন, মোস্তফা হেলাল চৌধুরী, শাহ জামিল, রাসেল আহমদ, লাল মিয়া, আব্দুস ছোবান, পিন্টু পুরকায়স্থ, মোজাহিদ মিয়া, কৃঞ্চ সরকার, ছায়েদ আলী, চুনু মিয়া, মাওঃ রোমন আহমদ, শাহ শাহান আহমদ, ফিরোজ মিয়া, সমরাজ আলী, মাহিন আলম মহসিন, রুহেল আহমদ, জাহাঙ্গীর আলম, বদরুজ্জামান, মিজতা জুনেদ, মতিউর রহমান, আরসাফ আহমদ, মতই মিয়া, জাহেদ আলম, আহমদ খান, আব্দুল মুহিত, আলমগীর, শেখ শরীফ আহমদ শান্ত, সেলিম মিয়া, জাকির হোসেন, আহমদ আলী, আনোয়ার মিয়া, ইসমত আলী, মামুন মিয়া, এংরাজ মিয়া, আব্দুল করিম, এমদাদ মিয়া, মোজাহিদ, শরীফ মিয়া প্রমূখ।

হাবিব-উন-নবী বাসবভবনে গুলি বর্ষণের প্রতিবাদে
নবীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি কেন্দ্রিয় স্বেচ্ছাাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী-খান সোহেল এর বাসবভবনে গুলি বর্ষন ও বোমা হামলার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল বিকালে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিহাব আহমেদ চৌধুরীর সভপতিত্বে ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জোসেফ বখত চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুজতাহিদ উদ্দিন, যুগ্ম আহবায়ক যথাক্রমে জিতু মিয়া সেন্টু, ইছমত আহমেদ, কুহিন চৌধুরী, জাকারিয়া হোসেন অপু, নুরুল আমিন চৌধুরী জোয়েল, আব্দুর রহমান, সৈয়দ সুমন, শাহ রুহেল, নুরুল হোসেন, রাজীব চৌধুরী, উপজেলা তাতীদলের যুগ্ম আহবায়ক ফিরুজ মিয়া, যুবদল নেতা শামীম আহমেদ ময়না, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম সেলিম, ফুরুক মিয়া, মোঃ হারুন মিয়া, জাকারিয়া চৌধুরী আজাদ, লুৎফুর রহমান, আতিকুর রহমান, শেখ নাছির মিয়া, সৈয়দ মুজাহিদ আলী, জাবেদ আহমেদ, আনসার আহমেদ, সোহাগ, সামছু মিয়া, গোলেন্দ্র, অজিদ মিয়া, মইনু মিয়া, আবু ছাইদ, সাইদুর রহমান তোফাজ্জল হক, শেখ রিটু মিয়া, মোঃ মোমিন প্রমূখ। সভায় বক্তাগন বলেন, জেল জুলুম ও হত্যার ভয় দেখিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের স্তব্দ করা যাবে না। স্বেচ্ছাসেবক দলের কর্মীরা প্রানের বিনিময়ে নির্দলীয় তত্বাবদায়ক সরকারের দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবেন।

হরতাল নৈরাজ্যের প্রতিবাদে জেলা
স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশে হরতালের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বুধবার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অমল কুমার দাশ পলাশ এর সভাপতিত্বে ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ ফয়জুল বশির চৌধুরী সুজন পরিচালনায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোতাব্বির খান, আব্দুর রউফ, রফিকুল ইসলাম, তাজুল ইসলাম বাচ্চু, জেলা সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শামীম,  এস এম নাবীউর রহমান, নাজমুল হোসেন আনার, শেখ সেবুল, শিরু চৌধুরী, ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, মাখন পাল, সজল রায়, সুশীল কর, সুজিত বনিক, কুতুবুল আলম, রূপক দেব, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুম আজাদ, ইকবাল হোসেন আরিফ, আনিসুজ্জামান রাজু, লিটন মিয়া, জনি রায়, সবুর মিয়া, এস এম শাহিন প্রমূখ। প্রতিবাদ সভায় সদর উপজেলার কটিয়াদি এলাকার প্রায় অর্ধশত নেতাকর্মী আওয়াল মিয়ার নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগ এর নেতা কর্মীদের হাত থেকে ফুলের তোড়া নিয়ে স্বেচ্ছাসেবক লীগে যোগদান করেন। উক্ত যোগদান ও প্রতিবাদ সভা শেষে এক মিছিল শেষে চৌধুরী বাজার পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ গজনাইপুর ইউনিয়ন
যুবদলের কার্যক্রম স্থগিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশের চলমান রাজনৈতিক ও দলীয় কর্মকান্ডে নিক্রিয়, দলের গঠনতন্ত্র পরিপন্থি কাজে জড়িত এবং দলের শৃংখলা ভঙ্গের দায়ে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি’র নির্দেশে জাতীয়তাবাদী যুবদল ১১নং গজনাইপুর ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। পরবর্তী কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লাখাইয়ে দুর্ধর্ষ ডাকাতি
হা-পা বেঁেধ নগদ টাকা স্বর্ণালংকারসহ
২ লক্ষাধিক টাকার মালামাল লুট
লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে হাত পা বেধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। এ সময় গৃহকর্তার ছেলেকে মারপিটও করে ডাকাতরা। গত মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব বুল্লা (রামদেবপুর) গ্রামের দীনেশ গোপের  বাড়ীতে ডাকাতির ঘটনাটি ঘটে। গৃহকর্তা জানান ওই রাতে একদল মূখোশ পড়া ডাকাত ঘরে প্রবেশ করে প্রথমেই তার ছেলে শৈলেন গোপ (২৫)কে মারপিট করে তার হাত-পা বেঁেধ ফেলে। পরে পরিবারের সবাইকে অস্ত্রের মূখে জিম্মি করে ঘরে রক্ষিত আড়াই বড়ি স্বর্ণ, নগদ ৩০ হাজার টাকা, আসবাবপত্রসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নির্বিঘেœ পালিয়ে যায় ডাকাতরা। এ ব্যাপারে আলাপকালে লাখাই থানার ওসি নাজিম উদ্দিন এ ঘটনা সম্পর্কে অবগত নন বলে এ প্রতিনিধিকে জানান।

মাধবপুরে শিশু ধর্ষনের ঘটনা শালিসের নামে
ধামাচাপা ॥ ৪ মাতব্বরের বিরুদ্ধে প্রতিবেদন
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে শাহজাহানপুর গ্রামে শিশু ধর্ষনের ঘটনা শালিস বৈঠকের নামে ধামাচাপা দেয়ার অভিযোগে ৪ মাতব্বরের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ১২ জুন রাতে শাহজাহানপুর গ্রামে মৃত লাল মিয়ার ছেলে কালু মিয়া একই গ্রামের মিজানুর রহমানের স্কুল পড়ুয়া ৯ বছরের শিশু কন্যাকে দোকান ঘরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষিতার পিতা মামলা করতে চাইলে গ্রামের প্রভাবশালী মাতব্বররা মামলা করতে বাধা দেয়। পরে ২১ জুন শাহজাহানপুর ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার গ্রাম্য মাতব্বর মহব্বত খানের সভাপতিত্বে ধর্ষনের ঘটনাটি আপোষে মিমাংসার উদ্দেশ্যে মিয়া হোসেনের বাড়িতে এক শালিস বৈঠকের আয়োজন করে। বৈঠকে ধর্ষক কালু মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা মাতব্বর মহব্বত খা সহ কতিপয় মতব্বররা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়। পরে ধর্ষিতার পিতা উপায়ান্তর না পেয়ে ৩ মাস পর হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন কোর্টে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ বিচারক পুলিশ সুপারকে মামলাটির তদন্তের নির্দেশ দেন। উর্ধ্বতন পুলিশের নির্দেশে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আবদুল্লাহ আল মামুন সরজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানা গেছে। কিন্তু দেরীতে ডাক্তারী পরীক্ষা করায় ধর্ষনের আলামত পাওয়া যায়নি। এ কারণে স্থানীয় মাতব্বরদের দায়ী করে ঘটনাটি ধামাচাপা, প্রভাব বিস্তার, আলামত নষ্ট করা এবং অনৈতিক শালিস করার অপরাধে মহব্বত খান, আবু কালাম, রফিকুল ইসলাম ও আমজাদ খানসহ ৪ মাতব্বরের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

বাহুবলে মাছ ধরাকে কেন্দ্র
করে সংঘর্ষে ১০ জন আহত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ভাটি অঞ্চলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ১০ জন লোক আহত হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের বাহুবল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার কান্দুলিয়া বিলে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কান্দুলিয়া বিলে প্রায় ৪০ একর ভূমি রয়েছে। বিলটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। উক্ত বিলের পানি সেচের মাধ্যমে স্থানীয় বক্তারপুর, রসুলপুর, সোয়াইয়া, মহব্বতপুর, সারাংপুর, মানিকপুরসহ ৮/১০ গ্রামের লোকজন বোরো জমি চাষাবাদ করাসহ মাছ আহরণ করে থাকে। সম্প্রতি উক্ত বিলের জমি উপজেলার দৌলতপুর গ্রামের এনাম চৌধুরী নিজেদের পারিবারিক একটি ওয়াকফস্টেটের দাবি করে ভেড়াখাল গ্রামের নবী হুসেনগংদের লিজ প্রদান করেন। এ নিয়ে লিজ গ্রহণকারীদের সাথে স্থানীয় লোকজনের দ্বন্দ্ব চলে আসছে। এ অবস্থায় গতকাল বুধবার নবী হুসেনগং লিজ গ্রহীতারা ওই বিলে মাছ ধরতে যান। এ সময় স্থানীয় লোকজন তাদের বাঁধা দিলে উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। বিকেল ৪টার দিকে এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দাল মিয়া (৫৫), হারুন মিয়া (৪০), ফটিক মিয়া (৩০), কাওসার মিয়া (২৫), অনু মিয়া (৩৮) সহ অন্ততঃ ১০ জন আহত হয়। গুরুতর আহতাবস্থায় আব্দাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নবীগঞ্জের মোশাহিদের পরিবার নিরাপত্তাহীন
একের পর এক মিথ্যে মামলা দিয়ে হয়রানী
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে পরিবারটি
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকায় নোয়াপাড়া গ্রামের বাসিন্দা নবীগঞ্জ বাজারে সংবাদপত্র এজেন্ট মোশাহিদ আলীর নিরীহ পরিবার হয়রানীর শিকার হচ্ছে। মোশাহিদ আলীর প্রতিবেশী জমির আলীর স্ত্রী নাজমা ও তার ভাতিজি আজিমা মিলে মিথ্যে মামলাসহ বিভিন্নভাবে ওই পরিবারকে হয়রানী করছে। নাজমা ও আজিমাকে একটি কুচক্রী মহল নেপথ্যে থেকে ইন্ধন দিচ্ছে বলে জানা গেছে। একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে অবৈধ ফায়দা হাসিলের উদ্দেশ্যে মোশাহিদ আলীর পরিবারকে একের পর এক মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। মোশাহিদ আলীর পরিবারের মহিলারাও হয়রানী থেকে রেহাই পাচ্ছেন না।
এলাকাবাসী ও হয়রানীর শিকার মোশাহিদ আলীর পরিবারের সাথে আলাপ করে জানা যায়, গত ১৭ আগষ্ট নোয়াপাড়া গ্রামের ব্যবসায়ী বশির মিয়ার দোকান ঘর চুরি হয়। এ চুরির সাথে জড়িত সন্দেহে আজিমার আপন ভাই আলী হোসেন ও একই গ্রামের নুরুল আমিনকে গ্রামবাসী আটক করে। এ খবর পেয়ে আলী হোসেন ও নুরুল আমিনের আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে এসে তাদেরকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসী তাদেরকে ছাড়তে রাজী না হওয়ায় তারা জোরপূর্বক ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আলী হোসেনের বোন আজিমা ও ফুফু নাজমাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নুরুল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে এ ঘটনার পর থেকে মোশাহিদ আলীর একটি প্রতিপক্ষ তাদের ফায়দা হাসিল করতে আজিমা ও নাজমাকে বশীভূত করে মোশাহিদ আলীসহ তার পরিবারের নারী-পুরুষকে হয়রানীর জন্য নারী নির্যাতনসহ একের পর মামলা করে যাচ্ছে। মোশাহিদ আলীকে তারা মোটা অংকের টাকা দিতে বলেছে। অন্যথায় আরো মামলা দিয়ে হয়রানী করা হবে বলেও তারা হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে মোশাহিদ আলীর সাথে আলাপ হলে তিনি জানান, গ্রামবাসীর সাথে চুরির ঘটনা নিয়ে মামরামারি হয়েছে। এতে আমি বা আমার পরিবারের কেউ জড়িত নই। আমার কাছে তারা টাকার অফার দিয়েছে। না দিলে আরো মামলা দিয়ে হয়রানী করবে বলেও হুমকি দিচ্ছে।
মোশাহিদ আলী তাদের ভয়ে অনেকটা নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ হয়রানী থেকে বাঁচার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

নবীগঞ্জে পুকুরে
ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুকুরে ডুবে  ফাতেহা বেগম (৫) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাগাউড়া গ্রামের আব্দুল আইয়ূব মিযার কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ফাতেহা বেগম পরিবারে সকলের অগোচরে বাড়ির পুকুরে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোজোখুজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষনা করেন ।

মাধবপুরে গাঁজা সহ
মাদক ব্যবসায়ী আটক
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী হচ্ছে-উপজেলার মঙ্গলপুর গ্রামের আলী হোসেনের পুত্র জাকির হোসেন। গতকাল সকালে ৩ কেজি গাঁজাসহ সে মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com