বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

দুই শুন্য শুন্য ছয়-স্কুল এর শিক্ষার্থী পথশিশুদের পাশে ড. শাহনেওয়াজ

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচ কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত ও গরীব মেধাবী শিশুদের স্কুল “দুই শুন্য শুন্য ছয়-স্কুল ”এর পথশিশুদের পাশে গেলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সম্মানিত সদস্য ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। গতকাল শুক্রবার বিকেলে তিনি হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অধ্যয়নরত পথশিশু শিক্ষার্থীদের স্কুলটি পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, দৈনিক খোয়াই পত্রিকার যুগ্ম সম্পাদক হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী। এ সময় ড. শাহনেওয়াজ বলেন, “সমাজের সুবিধা বঞ্চিত পথশিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর এটা আমাদের নৈতিক  দায়িত্ব।” তিনি এই পথশিশুদের মেধা বিকাশের জন্য যারা কাজ করছেন তাদের ভূয়সী প্রশংসা করেন।
দুই শুন্য শুন্য পরিবারের মোঃ খায়রুল আলম শুভ, মনিরুজ্জামান জুবায়ের, সাদমান আহমেদ ও ইমন রেজা জানান, শহরের বিভিন্ন এলাকার ঝড়ে পড়া এবং গরীব মেধাবী শিশুদেরকে বিনামূল্যে শিক্ষা দেওয়াই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। পাশাপাশি তাদেরকে ঈদে হাসি ফুটানোর জন্য নতুন জামা কাপড় দেয়া হয়। তাদের লেখাপড়ায় উৎসাহ দেয়ার জন্য খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়। তাদের আনন্দ দেয়ার জন্য প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন, চিত্রাংকন প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১৩ ফেব্র“য়ারী স্টাফ কোয়ার্টার মাঠে বসন্তবরণ ও ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com