বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বালিকা ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ময়মনসিংহ সরকার নারীর খেলাধুলার উন্নয়নে কাজ করছে-এমপি আবু জাহির নারীরা অগ্রসর হলে দেশের উন্নয়ন নিশ্চিত হবে-জেলা প্রশাসক

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ফুটবল এসোসিয়শনের ব্যবস্থাপনায় প্ল্যান অনুর্ধ-১৫ বালিকা ফুটবল টুর্ণামেন্টের সুরমা অঞ্চলের খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা। গতকাল বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা ৪-০ গোলে নরসিংদী জেলা দলকে পরাজিত করে।
উৎসব মুখর পরিবেশে প্রধান অতিথি হিসাবে ফাইনাল খেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। খেলা শুরু হওয়ার পরই ময়মনসিংহ দল আক্রমনের পর আক্রমন করে নরসিংদীর উপর তীব্র চাপ সৃষ্টি করে। দলের পক্ষে মারজিয়া আক্তার ২টি, ইয়াসমনি আক্তার ও মারিয়া মান্দা ১টি করে গোল করলে সহজ জয় পায় গারুদের নিয়ে দল গঠন করা ময়মনসিংহ। খেলা পরিচালনা করেন ফেরদৌস আহমেদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, এশিয়ান ফুটবল কনফেডারেশন এর নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ওমেন্স মেম্বার কামরুন নাহার আজিজ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুর রহমান লাল, সালেহ আহমেদ, কোসাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, এনামুল হক সেলিম, হুমায়ুন কবির শাহেদ, জেলা ফুটবল এসোসিয়েমনের সদস্য মাসুক আহমেদ, আবুল কাশেম, নুরুল হক ও সাবেক জাতীয় দলের ফুটবলার মোক্তার হোসেন। ধারাভাষ্যকার ছিলেন শফিউল আলম শাফি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার নারীদের খেলাধুলায় বিশেষ উদ্যোগ গ্রহন করেছে। এই সরকারের সময়েই মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপের পাশাপাশি মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল এর আয়োজন করছে। কিš’ সরকার যখন মেয়েদের অগ্রসর করতে কাজ করছে তখন বিরোধী দলের ছত্রছায়ায় মেয়েদেরকে ঘরে আটকে রাখার ষড়যন্ত্র করেছে ।
জেলা প্রমাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীদের উন্নয়ন করতে হবে। নারীরা যদি পিছিযে যায় তাহলে দেশ ও পিছিয়ে যাবে। তাই দেশের উন্নয়নের স্বার্থেই নারীদের উন্নয়নে কাজ করতে হবে। আমাদের মেয়েরা প্রমাণ করেছে যদি তারা সুযোগ পায় তাহলে বিশ্বদরবারে আমাদের দেশের সুনাম বয়ে আনতে পারে।
মাহফুজা আক্তার কিরন  হবিগঞ্জে জেলা ফুটবল এসোসিয়েশন সফলভাবে মহিলা ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও জাতীয় পর্যায়ের খেলাধুলার জন্য ভেন্যু হিসাবে হবিগঞ্জ মনোনয়ন করা হবে বলে ঘোষণা দেন।
টুর্ণামেন্ট স্বাগতিক হবিগঞ্জসহ ৮টি জেলা দল অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com