বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে নিখোঁজের ১২ বছর পর খোঁজ মিলল তালেবের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫
  • ৩৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের তালেব উদ্দিনকে দীর্ঘ ১২ বছর পর ফিরে পেলেন তার মা বাবা। তালেবকে এক নজর দেখতে শত শত মানুষ এখন ওই বাড়ীতে ভীড় করছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের মছদ্দর উল্লার পুত্র তালেব উদ্দিন বোবা ও প্রতিবন্ধি। ১২ বছর পূর্বে তার বয়স যখন ১১ বছর বাড়ী থেকে ইনাতগঞ্জ বাজারে আসে। তারপর আর সে বাড়ী ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখোজি করে তালেবের সন্ধান পেতে ব্যর্থ হন। অবশেষে তার স্বজনরা সে আর জীবিত নেই বলে আশা ছেড়ে দেন। একাধারে অনেক দিন মা বাবা পুত্রের আসার পথ চেয়ে চোখের পানি ফেলেছেন। এক পর্যায়ে চোখের পানিও শুকিয়ে যায়। দীর্ঘ ১২ বছর পর তালেবকে ফিরে পেয়ে আবারও মা বাবার চোখে পানি আসলো। এ যেন আনন্দ অশ্র“। খুশিতে আত্মহারা। গত শনিবার সকালে একই গ্রামের ফখরুল ইসলাম সিলেট শহরের চৌহাট্রা এলাকায় তালেবকে দেখতে পান। ফখরুলও তার কাছে গিয়ে তালেব কি না জিজ্ঞাসা করলে সে ইসারায় হা বলে। ফখরুল ও সঠিকভাবে তাকে চিনতে পারছিল না। কারণ ১২ বছর আগে তালেব যখন বাড়ী থেকে হারিয়ে যায় তখন ফখরুলও ছোট ছিল। সাথে সাথে ফখরুল মোবাইলে তালেব এর বাড়ীতে যোগাযোগ করে তালেবকে পাবার সন্ধান জানায় এবং ওয়াটসআপ এ ছবি পাঠায়। বাড়ীর লোকজন সনাক্ত করে ওই দিনই তার চাচাতো ভাই জালাল উদ্দিন সিলেট গিয়ে তার ভাইকে বাড়ীতে নিয়ে আসেন। যখন সে হারিয়ে গিয়ে ছিল তখন ছিল শিশু। এখন সে ২৩ বছরের টগবগে যুবক। এই খবরটি চারিদিকে জানাজানি হলে নিজ গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত মানুষ ও দুর-দুরান্তের আত্বীয়স্বজন তাকে এক নজর দেখতে ওই বাড়ীতে ভীড় জমান। এত দিন সে কোথায় এবং কিভাবে ছিল কিছুই বলতে পারছেনা। কারন সে জন্ম গত ভাবেই বোবা। মা বাবা এত বছর পর সন্তানকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com